যে দিকেই চোখ যায় নিরাশায় ভাসায়
যে দিকেই চোখ যায় মানুষের বিবর্ণ চাহনি কাঁদায়।
যে দিকেই কানপাতি শুনি নিঃশব্দ কান্না
দুয়ারে বুঝি হানা দেবে নীরব ঘাতক করোনা
সাড়ে সাতশো কোটি মানুষ হতবিহব্বল,
ভবিষ্যতের কথা অজানা।
কত কিছু আছে এই জগতে, কত শক্তিবল,
কত মারনাস্ত্র, ক্ষেপনাস্ত্র, পরমাণুঅস্ত্র
এক অদৃশ্য জীবাণুর কাছে সব কিছু নস্য।
করোনা দিয়েছে হানা সর্বত্র, বিচিত্র আচরণ
দেশে দেশে নানা উপসর্গ,
মানুষ কত অসহায়, কত তুচ্ছ জীবন
এক জীবাণুর কাছে নতজানুঃ
এতদিন করেছে বড়াই, লড়াই দেখনি।
যেদিক তাকাই মনে পড়ে
কত কোহাহল ছিল এখানে
কত মানুষের হাসি আর আমুদে কথা
মাতাল ছিল পৃথিবী।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২০ দুপুর ১:১০