সহসাই সবকিছু ঠিক হয়ে যাবে,
আগামী ভোরে বৃষ্টিস্নাত সূর্যালোকে
রঙ ধনু হেসে হেসে সাত রঙ বিলিয়ে দিবে
দিগন্তজুড়ে আকাশের সীমানায়
যেখানে চোখ যায়
সেখানে শুধু নীল আর নীল দেখা যাবে,
ধুলি বালি নেই, স্বচ্ছ আকাশ
আকাশ নীলের ছাদর বিছাবে।
সহসাই সবকিছু ঠিক হয়ে যাবে
বনের ধারে যেখানে মাটিচাপা ছিল লতাগুল্ম
এক পশলা বৃষ্টিতে সবুজে ছেয়ে যাবে,
প্রাণের পরশে সব লতাগুল্ম জেগে উঠবে
বাতাসে অক্সিজেন বেড়ে যাবে
দূষণমুক্ত বায়ু সেবনে সব প্রাণ শক্তি পাবে।
সহসাই সবকিছু ঠিক হয়ে যাবে
করোনা হেরে যাবে
মানুষের প্রতিরোধে করোনা হেরে যাবে
কিছু প্রাণের বিনিময়ে করোনা হেরে যাবে
এক নির্মল পৃথিবী উপহার দেবে।
সহসাই সবকিছু ঠিক হয়ে যাবে
নীল সমুদ্রের ঢেউ তীরে এসে হাতছানি দেবে
ডলফিলের মাখামাখি দেখে
ইচ্ছে হবে প্রেমিকার হাতধরে
প্রেমের অবগাহন করি,
এই পৃথিবীর তাবৎ সৌন্দর্য আমাকে হারিয়ে দেবে
আমি সবকিছু ভুলে যাব, প্রিয়তমার আলিঙ্গলে
শুধু বসন্ত গোলাপের সৌরভ রয়ে যাবে।
সহসাই সবকিছু ঠিক হয়ে যাবে
করোনা হয়ে যাবে ইতিহাস
শুধু মানুষের জয় হবে, মানবতার জয় হবে
প্রেম পূণ্য ভালবাসাই বেঁচে থাকবে,
করোনা হেরে যাবে – মানুষেরই জয় হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৯