বসে কাঁদি রুদ্ধ ঘরে আজ
নিয়তই যে পরম পরিণতি
বাইরে বিষবাষ্প হিসফিস করে
সাপের ছোবলে মত করোনা মরণঘাতি।
বন্ধু বল, ভাই বল, প্রিয়জন সব দূরে ঠেল
কর না আলিঙ্গণ কারো আপন ভেবে,
করোনা বিষ তোমাকে ছোবল দিবে
ঘরে ঘরে মৃর্ত্যু নির্ঘাত হানা দিবে।
দূরে থাকা মানেই দূর ভাবা নয়, বেঁচে থাকা
প্রিয়জন কে ভালোবাস বলেই আজ দূরে থাক
সুদিন আসলে পরম স্পর্শে আদর করো
লুকানো কষ্টের কথা ভাগাভাগি করো
সব গল্পই তোমাকে সুখ দিবে
প্রেম ভালোবাসা, শোক দুঃখ ভাগাভাগি
তবেই না হবে যদি
আমরা সবই বেঁচে থাকি।
বেঁচে থাকার জন্যেই দূরে থাক।
তারিখ- ০৪/০৪/২০২০
চট্টগ্রাম।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫২