সহসাই সব কিছু ঠিক হয়ে যাবে,
পাখির নীড়ে বন্দি মানুষগুলো বের হয়ে আসবে,
দোকানপাট খোলে যাবে, ফুটপাতে ভীড় বাড়বে
অফিস পাড়া জমে উঠবে, স্কুল চালু হবে
বাচ্চাদের অস্তিরতা কমে আসবে।
সারা বিশ্ববাসি মেতে উঠবে কোহাহলে,
বসন্ত ফুলের সৌরভ ম্লান হবে না,
টেসমের তীর, আইফেল টাওয়ার, লিবার্টি স্কয়ার
সবখানে মানুষের পদভারে মুখরিত হবে।
বিপণীবিতানে আলোকসজ্জ্বা ঝল ঝল করবে,
দূরপাল্লার বাস, ট্রেন, আবার ব্যস্ত হয়ে যাবে,
আকাশের সীমানায় বিমানের ডানা মেলবে
মানুষ আবার অজানা পথে পাড়ি জবাবে,
কলকারখানা চালু হবে, শিল্প বাণিজ্য সব চলবে
প্যারিস, মাদ্রিদ, নিউইয়র্কের ফ্যাশন শো জমে উঠবে।
মানুষ আবার আগের মত ব্যস্ত হয়ে যাবে
প্রিয়জনের সাথে কোয়ারেণ্টাইনের দিন গুলো স্বরণ করবে
মৃত মানুষ দেখলে ভয়ে পালাবে না,
শেষবিদায়ে আত্মীয় পরিজন নির্ভয়ে কাছে আসবে।
মানুষ সহসাই করোনা আতঙ্কের ভয় থেকে মুক্তি পাবে,
মনে হবে কিছু হয়নি, সব কিছু ঠিক হয়ে যাবে,
সাময়িকভাবে ক্লান্ত শ্রান্ত ভীত সবাই,
সহসাই মানুষ জেগে উঠবে, করোনা হেরে যাবে
মানুষেরই জয় হবে
সারা দুনিয়াতে মানুষ রাজত্ব করবে।
.
৩০/০৩/ ২০২০
চট্টগ্রাম।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৪