ক্ষমা কর প্রভু আমায়,তোমারই দয়ায়
অপরাধ যত করেছি আমি অবহেলায়
দুনিয়ায় বুকে চাবুক মেরেছি আমি
ধবংস করেছি বৃক্ষরাজি,লতাগুল্ম সবই
পাহাড় নদী খাল বিল অত্যাচারের সাক্ষ্য সবই
বনের পশু,পাখি,নির্বোধ প্রাণী যত
মেরেছি নির্বাচারে,করেছি উদরপূর্তি
হেন অপরাধের নেই কোন ক্ষমা,জানি আমি।
দুনিয়ার বুকে খেলেছে আগুন খেলা যারা
মেরেছে বোমা যত্রতত্র,মেরেছে নির্দোষ মানুষ
প্রকৃতির বুকে হেনেছে আঘাত,
নিজেকে মনে করে শার্দুল সর্দার,
সবকিছু ছাড়িয়ে দিতে চায় পাড়ি,
মহাকাশ, গভীর সমুদ্রতল, সুউচ্চপর্বত
সবকিছু আজ দূষণের কবলে,
ক্ষমতার মোহমায়ায় আচ্ছন্ন সেই বীর আজ
কাতর বচনে কহে কথা, ক্ষমা কর
অপরাধ যত করেছি আমি অবহেলায়
ক্ষমা কর প্রভু আমায়,তোমারই দয়ায়।
করোনায় মেরোনা আমায়,
ফরিয়াদ করি,মিনতি করি, কাতর আরজ আমার
এই ভুবনে তোমারই শাসন চলে শুধু,
নেই কোন ভাগিদার,
অপরাধ যত করেছি আমি,অবহেলায়
ক্ষমা কর প্রভু আমায়, তোমারই দয়ায়।
১লা এপ্রিল, ২০২০
চট্টগ্রাম ।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:৪০