অনেকেই ক্যাসিনোসহ অন্যান্য অবৈধ উপার্জনকারীদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্বদানকারী মেজিস্ট্রেট জনাব, সারওয়ার আলমকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী শিবির থেকেই বেশি বেশি ধন্যবাদ, অভিনন্দন ফেসবুক সহ অন্যান্য সোসিয়াল মিডিয়াতে ভেসে আসছে। আমার পক্ষ থেকেও তাকে এই ভয়ঙ্কর অভিযানে সঠিক নেতৃত্বের জন্য ধন্যবাদ, অভিনন্দন।
কিন্তু অভিনন্দন জানানোর ভাষা এবং পদ্ধতি দেখলে মনে মনে হয় মেজিস্ট্রেট সরওয়ার আলম সাহেব স্বউদ্যোগে এই অভিযান নামের যুদ্ধে নেমেছেন। সারওয়ার আলমের মত সৎ, সাহসী মেজিস্ট্রেট বাংলার জমিনে দ্বিতীয় জন আর নেই।যারা এ সব চিন্তা করে সারওয়ার আলম সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছেন আমি তাদের সাথে দ্বিমত পোষণ করে বলছি, বাংলাদেশে সারওয়ার আলমের মত হাজারো সৎ, সাহসী, বীর সন্তান বাংলার জমিনে আছে। যারা তাদের সততা, সাহসীকতা, বীরত্বের প্রমাণ রাখতে পারেন না। যারা আপন মহিমায় উদ্ভাসিত হতে পারেন না। যাদেরকে খোলস বন্দি করে রাখা হয়। যাদের কর্মের সুফল থেকে জাতি বঞ্চিত। আজ মেজিস্ট্রেট সারওয়ারের চোখে মুখে যে আগুনের ফুলকি দেখছেন, বীরত্ব দেখছেন, সততা দেখছেন তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। ধন্যবাদ যদি দিতে শুধু গোলাম সরোয়ারকে নয় ধন্যবাদের প্রথম দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির নেতার বুকে অঙ্কিত, কল্পিত, ধারণকৃত ছবির ওপর ভিত্তি করেই জাতির বর্তমান এবং ভবিষ্যতের ভাগ্য নির্ধারিত হয়।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩