অনেকেই হয়তো মোটরসাইকেলচালক মিলনের হত্যাকারীকে হত্যা করাই যথার্থ মনে করবেন। তার শাস্তি হোক সেটা আমিও চাই। তার শাস্তি হওয়া উচিত। কিন্তু আমি ভাবী ভিন্ন কথা, এমন এক সংকটময় মুহূর্ত আমরা পার করছি যখন একটি ইঞ্জিন চালিত ভ্যান বা একটি মোটরসাইকেলের থেকেও জীবনের মূল্য অতি ক্ষুদ্র, নগন্য। আমাদের মুল্যবোধ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। যার থেকে আর নিচে নামার জায়গা আছে বলে আমার মনে হয় না। শুধুমাত্র মিলনের মত হত্যাকারীদের ফাঁসিতে ঝুলে বা হত্যার মাধ্যমে কি আমরা আমরা এর থেকে মুক্তি পাব? তা মোটেও সম্ভব নয়। মলম দিয়ে পায়ের ব্যথা নিরাময় করা সম্ভব কিন্তু যে গর্তের মধ্যে পা গিয়ে পা মচকে গেছে সে গর্ত মলম দিয়ে ভরাট করা সম্ভব নয়। রাস্তার গর্ত ভরাট করার জন্য ভিন্ন প্রজেক্ট গ্রহণ করতে হয়।
সমাজ থেকে আজ মানবতা হারিয়ে গেছে। সমাজে মানবতা ফিরে আনতে হলে, সমাজকে মানবিক করে গড়ে তুলতে হলে আগে সমাজের মানুষকে মানবিক করে গড়ে তুলতে হবে। মানবিক মানব ছাড়া মানবিক সমাজ গড়ার স্বপ্ন দেখা দুঃস্বপ্ন ছাড়া কিছুই না।
মলম দিয়ে যেমন রাস্তার গর্ত ভরাট করা সম্ভব না। ঠিক তেমনি শুধু মিলনদের ফাঁসিতে ঝুলিয়ে সমাজের মানবিকতায় যে ফাটল ধরেছে তা মেরামত করা সম্ভব না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:৪৩