দুনিয়াতে সবচাইতে দামী বস্তু; ১৫০ বিলিয়ন ডলার দাম এটার!
দুনিয়াতে সবচাইতে দামী বস্তুটি হল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা মহাশুন্যে একটা স্পেস স্টেশন International Space Station,
এই স্টেশনটি ১৯৯৮ সালে আমেরিকা লন্চ করে।
এটা বানিয়েছিল বোয়িং কোম্পানী আর এটা বানাতে খরচ হয় প্রায় ১৫০ বিলিয়ন ডলার।
টাকায় ওটা কনভার্ট করা যাবেনা কারন অতোগুলো শুন্য দিতে পারবনা, আরি কটা শুন্য লাগবে তাইতো ব্রেনটাকে রিসিভ করাতে পারছিনা!
হ্যাঁ ওটার চাইতে দামী বস্তু দুনিয়াতে বিশ্ব ব্রম্মান্ডে নেই আপাতত!
এবার ওটার আরো কিছু তথ্য দেখি!
এটাতে ক্রু আছে এবং প্রায়ই থাকে ৬ জন। মাঝে মাঝে ৩ জনও থাকে। ওদের মাইনে ম্যালা টাকা!
এই স্পেস স্টেশনটার ভর ৪৫০ টন।
এটা মাটি থেকে প্রায় ৩৩০ কিলোমিটার উপরে দুনিয়ার চারদিকে ঘুর্ণায়মান।
লম্বা- ৭২.৮ মিটার, চওড়া- ১০৮.৫ মিটার আর উচ্চতা -২০ মিটার।
এর ভলিউম মানে ভেতরের জায়গা সাড়ে উনত্রিশ হাজার কিউবিক ফিট।
এর গতি সেকেন্ডে ৭.৬৬ কি.মিটার বা ২৭৬০০ কি.মি প্রতি ঘন্টায়। কি সাংঘাতিক! ট্রাফিক পুলিশ নেই?
এর সাথে কথা বলার কল সাইন 'আলফা স্টেশন'।
টাকা দিলে এটাতে বেড়ানো যায় বলে শুনেছি। চেষ্টা করতে পারেন, আমার ইচ্ছে নেই সাধ্য নেই!
সুত্র: Click This Link
মত প্রকাশ মানে সহমত।
আওয়ামী লীগ আমলে সমাজের একটা অংশের অভিযোগ ছিলো, তাদের নাকি মত প্রকাশের স্বাধীনতা নাই। যদিও, এই কথাটাও তারা প্রকাশ্যে বলতে পারতেন, লিখে অথবা টকশো তে।
এখন রা জা কারের আমলে... ...বাকিটুকু পড়ুন
আত্নমর্যাদা!
রেহমান সোবহান একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। রেহমান সাহেব এমন একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন যা খুব নির্জন এলাকায় অবস্থিত এবং সেখানে যাওয়ার... ...বাকিটুকু পড়ুন
কাঁঠালের আমসত্ত্ব
কাঁঠালের কি আমসত্ত্ব হয় ? হয় ভাই এ দেশে সবই হয়। কুটিল বুদ্ধি , বাগ্মিতা আর কিছু জারি জুরি জানলে আপনি সহজেই কাঁঠালের আমসত্ত্ব বানাতে পারবেন।
কাঁঠালের আমসত্ত্ব বানানের জন্য... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প বলেছে, বাংলাদেশ পুরোপুরি এনার্খীতে, তারা মাইনোরিটির উপর অত্যাচার করছে।
৩ দিন পরে আমেকিকার ভোট, সাড়ে ৬ কোটী মানুষ ভোট দিয়ে ফেলেছে ইতিমধ্যে; ট্রাম্পের জয়ী হওয়ার সম্ভাবনা শতকরা ৫১ ভাগ। এই অবস্হায় সনাতনীদের দেওয়ালী উপক্ষে ট্রাম্প টুউট করেছে... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। অ্যাকসিডেন্ট আরও বাড়বে
এরকম সুন্দরী বালিকাকে ট্র্যাফিক দায়িত্বে দিলে চালকদের মাথা ঘুরে আরেক গাড়ির সাথে লাগিয়ে দিয়ে পুরো রাস্তাই বন্দ হয়ে যাবে । ...বাকিটুকু পড়ুন