ছবিসূত্র: গুগল....
সনেট-০১: সূরা ইনশিক্বাক্ব ( আয়াত: ১-৯)
বিষয়: কেয়ামতের আলামত ও পূণ্যবানদের প্রতিদান
দয়ালু মহান আল্লা' শুরুতে স্মরণ
আসমান ফেটে হবে বিদীর্ণ যখন
খোদার আদেশটুকু করবে পালন
অবশ্যই এটা তাকে করতেই হবে।
পৃথিবীকে প্রসারিত করা হবে যবে
ভূগর্ভের সব কিছু উগরিয়ে দিবে
সব কিছু বের করে খালি হয়ে যাবে
রবের আদেশ তাকে মানতেই হবে।
হে মানুষ তুমি এক কঠোর শ্রমের
মধ্য দিয়ে যাচ্ছো সদা মালিকের দিকে,
খোদার সাক্ষাত তুমি অত:পর পাবে।
সেদিন যার কিতাব ডান হাতে পাবে
হিসাব-নিকাশ তাঁর সহজেই হবে,
স্বজনের কাছে তাঁরা খোঁশ দিলে যাবে।
সনেট-০২: সূরা ইনশিক্বাক্ব ( আয়াত: ১০-১৯)
বিষয়: অবিশ্বাসীদের জন্য কঠিন আযাব ও পুনরুত্থানের ব্যাপারে আল্লাহর শপথ
যে পাবে আমলনামা তার পশ্চাৎ পানে
মৃত্যু কামনা তখন করবে সেখানে ,
এভাবেই জ্বলন্ত সে আগুনে পৌঁছাবে
(উদাসীন ছিলো তারা মালিকের দ্বীনে।)
পরিজনদের সাথে দুনিয়া জীবনে
মহানন্দে আত্মহারা যে ছিল সেখানে,
উদাসীন ছিল তারা এ প্রত্যাবর্তনে
সদা তার প্রভু তাকে দেখেছে নয়নে।
শপথ সন্ধ্যাকালীন রক্তিম আভার
শপথ করছি আরো তিমির রাতের
যতকিছু জমা করে যামিনীর 'পরে।
আরো শপথ করি সে পূর্ণ চন্দ্রিমার
নিশ্চয়ই আবর্তিত অস্তিত্বের স্তর
তোমাদের যেতে হবে সে সকল স্তরে।
সনেট-০৩: সূরা ইনশিক্বাক্ব (আয়াত: ২০-২৫)
বিষয়: অবিশ্বাসীদের জন্য তিরস্কার ও বিশ্বাসীদের জন্য পুরস্কার।
তাদের কি হয়েছে যে আনে না ঈমান?
ক্বোরান তাদের কাছে যবে পাঠ হয়!
সিজদা করেনা কেন তারা সে সময়?
(আল্লাহকে যে মানেনা সে নয় ধীমান)।
অস্বীকারকারী একে মিথ্যা মনে করে
আল্লাহ তায়ালা এর সমধিক জ্ঞাত
কি কি জিনিস জমিয়ে চলছে সতত
তার আমলনামায়,(দুনিয়ার 'পরে)।
অত:পর সুসংবাদ জানাও তাদের
যন্ত্রণাদায়ক সেই ঘোর আযাবের
(ভয়াবহ সে আযাব অগ্নি দোযখের)।
যারাই ঈমান আনে (আল্লার উপরে)
ভাল কাজে মশগুল (বিশ্বাসী অন্তরে)
অফুরন্ত পুরস্কার তাদেরই তরে।
দৃষ্টি আকর্ষণ: আজকের সূরায় একটি সেজদার আয়াত আছে।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৯