ঢাকা যাচ্ছি বাসে করে, বাসটি দ্বিতীয় কাউন্টারে মিনিট পাঁচেক থেমে আবার যাত্রা শুরু করল। মিনিট পনেরো পর এক যাত্রি চেঁচিয়ে উঠলেন। তার বন্ধুকে নেয়া হয় নি, যিনি প্রাকৃতিক ডাকে সাড়া দেয়ার জন্য তাঁর বন্ধুটিকে বলে দ্বিতীয় কাউন্টারে নেমেছিলেন। বাস কিছুক্ষণের জন্য থামানো যেতো যাতে করে ফেলে আসা বন্ধুটি সি এন জি করে চলে আসতে পারত কিন্তু তিনি মোবাইলটাও সাথে নেননি যাতে করে তাকে আসার জন্য বলা যায়। এখন নিচের যেকোনো একটি ঘটত তাহলে এই দূর্ঘটনা এড়ানো যেতো।
১.সুপারভাইজারের উচিত ছিলো বাস ছাড়ার আগে সকল যাত্রি উঠেছে কিনা তা চেক করা কিন্তু তিনি তা ভুলে গেলেন।
২.ব্যাক্তিটির উচিত ছিলো নামার সুপারভাইজারকে সতর্ক করে যাওয়া, তিনি ভুলে গেলেন।
৩.বন্ধুটির উচিত ছিল সতর্ক থাকা যাতে অপর বন্ধুকে ফেলে না চলে যায়, কিন্তু ভুলে গেলেন।
৪.ঐ ব্যাক্তিটির উচিত ছিল অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্য অন্তত মোবাইলটা সঙ্গে রাখা, ভুলে গেলেন।
উপোরক্ত চারটি বিকল্পের একটি ঘটলেও এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না। এই ধরনের সমস্যাগুলো সম্ভবত বিধাতাপ্রদত্ত। তাই এগুলো এড়ানো যায় না। যারা চাকুরী করেন তাঁরা দেখবেন, যেদিন আপনি একটু দেরী করে বাসা থেকে বের হবেন সেদিন গাড়ি পেতে দেরি হবে, হয়তো গাড়িটা পথে নষ্ট হয়ে যাবে। তারপর পথে জ্যাম একটু বেশি হবে।