ছোটবেলা থেকে এখনো পর্যন্ত প্রতিনিয়ত নানান রকম শব্দের সাথে পরিচিত হচ্ছি। শুধু এখন আর নিজের ভাষা নয় ; পরিচিত হচ্ছি জার্মান, ইংরেজী, হিন্দি সহ নানান ভাষার সাথে। চিন্তা করলে খুব অদ্ভূদ লাগে---আমরা সবাই মানুষ ; একই পৃথিবীতে বাস করছি কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের গায়ের রং ; চেহারা ভিন্ন ভিন্ন। আমরা এক মানুষ অন্য মানুষের ভাষা বুঝিনা--বুঝিনা মনের কথা।
এই বিভিন্ন ভাষার মধ্যে আমার "সময়", "Time" আমার কাছে খুব অদ্ভূদ মনে হয়। প্রতিটি শব্দ-ই কোন না কোন ব্যক্তি বা বস্তু কে নির্দেশ করে কিন্তু সময়? আমরা বলি সময়ের আবর্তে কিন্তু সময় কি চলে নাকি আমরা চলেছি সময়কে ভেদ করে?
বাস্তববাদে বলা হয়ে থাকে--- সময় মহাবিশ্বের মৌলিক কাঠামোর একটি অংশ যেটি একটি বিশেষ মাত্রা এবং যেখানে ভৌত ঘটনাসমূহ একটি ক্রমধারায় ঘটে। এই মতানুসারে সময় একটি ভৌত রাশি যা পরিমাপযোগ্য।
হিন্দু ধর্মে বলা হয় সময় শুরু হয় যখন ঈশ্বর সকল কিছুকে চালু করে এবং শেষ হয় যখন তিনি এটা থেকে নিজেকে সরিয়ে নেন।
বিজ্ঞান তো এত এত সঙ্গা দিল কিন্তু আমাদের কাছে সময় আসলে কি? সময় যদি আগে থেকেই থেকে থাকে তবে আমরা কিভাবে সময়কে কখনো কখনো এগিয়ে দিচ্ছি আবার কখনো কখনো পিছিয়ে দিচ্ছি? কিন্তু আমরা কি আসলেই সময়কে অনুভব করতে পারি? যে সময়কে নিয়ে এত প্রশ্ন সেই সময়ের সাথে কি আমরা জিততে পারছি? মাঝে মাঝে মনে হয সময়ের সাথে বুঝি আমরা হেরে চলেছি। সময় আমাদের নিয়ে এক অদ্ভূদ খেলা খেলছে। যে খেলায় আমরা কখনোই জিততে পারিনা। হেরে চলেছি প্রতিনিয়ত। আর যখন হারের কারনগুলি বুঝতে পারি তখন আর সময় থাকেনা শুধরাবার।
সময়----তুমি আমার কাছে অধরাই থেকে গেলে
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৮