আজ viva বোর্ড থেকে বের হয়ে আমরা ৪ বান্ধবী চিতকার করে উঠলাম yaaaahhhh hooooooooooooo. অবশেষে আমাদের ৩মাস ব্যাপী পরীক্ষার সফল সমাপ্তী হল। Ding Dong



মঙ্গলবার comprehensive দেবার পর জানলাম আজ আমার । আজ আমার viva এর তারিখ। গতকাল একটু পড়তে বসলাম কিন্তু ঊষা জানাল viva বোর্ডে সবাইকে গনহারে নাজেহাল করা হচ্ছে।

যাইহোক, ভয়ে ভয়ে সকালে ডিপার্টমেন্টে গেলাম। কমবেশি অধিকাংশই নাজেহাল হচ্ছে। নিজের অবস্থা ভেবে আমিতো প্রায় কাঁদো কাঁদো। গত ১ মাসের গ্যাপ থাকলেও আমি কোন বই খুলেই দেখিনি। একটা কোর্স ও ভালকরে পারবনা। অবশেষে আমার পালা আসল। viva রুমে ঢুকে আমার তো গলা কাপছে। নাম লিখতে গিয়ে দেখি হাত ও কাপছে। তবে ভাগ্যদেবতা আর একবার আমার প্রতি সদয় হোল।

পুরো পরীক্ষায় ১টি প্রশ্ন আমার বেশি ভাল হয়েছিল। আর ম্যাডাম/ স্যার আমাকে ঐ প্রশ্ন থেকেই জিজ্ঞাসা করলেন। স্যার অবশ্য একবার বললেন--ভাইভা বোর্ডে আর একটু ভাল প্রিপারেশন নিয়ে আসতে কিন্তু স্যার কি জানে আমার আসল অবস্থা?



এখন খুব করে মনে পড়ছে আমার ৬ বছরের ভার্সিটি জীবন। কত স্মৃতি..........................
মনে পড়ছে আমার প্রথম স্কুলে ভর্তির কথা। ভর্তি হতে গিয়ে আমার নামের প্রথম অক্ষর যে কেমন তা ভুলে গেছিলাম। অনেক ভাল ভাল টিচার পেয়েছি জীবনে কিন্তু তাদের যোগ্য স্টুডেন্ট হবার যোগ্যতা কখনো অর্জন করতে পারিনি।
আজ শুধু একটা প্রশ্ন--ই নিজের কাছে,,, শিক্ষা জীবন শেষ করলাম কিন্তু কি অর্জন করেছি? শুধুই কয়েকটা সার্টিফিকেট? আমিকি পেরেছি নিজেকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে? পুঁথিগত বিদ্যা অর্জনেই ডুবেছিলাম নাকি নিজস্ব মননশীলতা গড়ে তুলতে পেরেছি?
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০৭