লেন্জা ছাড়া বান্দরটা জানাইল বিকালে নাকি আড্ডা, জামুকিনা? আগের আড্ডাগুলান মিস করে ভাবলাম সুযোগ বারবার আসেনা। বিকালে রওনা দেবার আগে বান্দরটারে ফুনাইলাম কিন্তু রিসিভ করেনা (বান্দরটা তখন ভুড়ি ভাসাইয়া ঘুমায় ) পরে দূর্ভাসী ভাইরে ফোন দিয়ে লোকেশন যেনে নিলাম। এদিকে দূর্ভাসী ভাইয়ের ঘর থেকে ব্যাগ চুরি যাবার কারনে তিনি নাকি জন্মদিনের পোষাকে আসার চিন্তা করতাছেন।
যাইহোক ঘূর্ণিঝড় নার্গিসরে উপেক্ষা কইরা রওনা দিলাম আড্ডায়। এইটা আমার প্রথম ব্লগীয় আড্ডা। তাই বেশ মজা লাগতেছিল। রবীন্দ্র সরোবরে যেয়ে তো দেখি এলাহী কান্ড !!!!!!! মনে হইল একপাল দূর্যোগপ্রবন মানুষ রিলিফের জন্য জড়ো হয়েছে। দূর্ভাসী ভাই সবার সাথে পরিচয় করায়ে দিল (আমার কিন্তু কারো নাম মনে নেই :!>) তবে শ্রাবণ সন্ধ্যা আপু (বিশিষ্ট সুন্দরী ) ক্যামেরাম্যান ভাইয়া ( উনার ডিজিটাল ক্যামেরা লাগেনা,,নিজেই একজন জীবন্ত ক্যামেরা ) ভোরের তারা আপু আর অমাবশ্যার চাঁদ ভাইয়ার জুটিটা দারুন ছিল ( দুইজনেই হেব্বি লাজুক লতা ) আরিয়ানা আপু,,,খুশবু আর আইরিন আপুকে বেশ ভাল লাগল।
আর কালপুরুষ ভাইয়ার ছবির সাথে বয়স মেপে আমি একটু আসস্ত হলাম ( আমার বুড়ি বয়সেও এই খুকি খুকি ছবিটা রাইখা দিব )
আমার ভার্চুয়াল ভাই তাজাকলম আমারে চিনবার ও ফারলনা।
আর বৃত্তবন্দীর কথা আর কি বলব? (বয়সের ভাজে ন্যূজ ), ভেজামন আসল বর্ষা মাথায় সোনালী ডানা আসল ডানা ছাড়া।তয় আমার রাতমজুর নানা কেন জানি পালাই ছিল।
এর মধ্যে বিশিষ্ট লেন্জাছাড়া বান্দর একখান মেসেজ পাঠাইল---------
Dosto, shunlammaia manush besi asenai
Tui tor hall theika koektare nia asbar partina?
একটু পর দেখলাম দোস্ত অন্ধদাড়কাঁক কানা থাকায় লেকের জলে পইড়া গেছে। হেরে দেইখা আমার তখন পাতিকাঁক মনে হইতেছিল।
মনে মনে ফারাকে খুজতেছিলাম। একটু পর ওকে পেয়ে আমার আড্ডা পর্ব জমে উঠল। তবে জনাব লুলজ সাহেবরে পাইলে আমরা টিজাইতাম
একটু পর দেখি এইখানে চাদাবাজি চলতেছে। আমারে চাক্কু ধইরা ১০০টা টাকা নিয়া গেল? ভাবছিলাম জিডি করব কিন্তু তার নাম ভুইলা গেছি।
এইবার আসল আকর্ষন --------- খানাপিনা পর্ব। ১ প্যাকেটে পেট না ভরায় কাব্য বাবু তো প্রায় সবার সামনে কেদে দেয়। কি আর করা? আমার প্যাকেট টা অরে দিয়া দিলাম।
হে হে তয় আমি একখান গিফট পাইছি। বিড়ি
হে হে আড্ডায় গিফট পাইলাম বিড়ি কিন্তু বিড়িতে নাই আগুন।
আপনারা সকলে একখান মিস করছেন। পল্লীবাউল ভাই একখান বিদিক বাউল সংগীত পরেবেশনা করছিল আর ফয়সালরকস গানের সুরে নাচছিল।