'প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন' পর্ব- ৩১৬ থেকে ৩৩৬'
সকল সীমাবদ্ধতাকে ছাপিয়ে আজ দেশে-বিদেশে অনেক উচ্চ পর্যায় কাজ করছে বাংলাদেশের নারীরা। অনেকেই নিজেদের কাজ আর যোগ্যতায় বিশ্বমঞ্চে শক্ত অবস্থান করে নিয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশে মূলধারার রাজনীতিতে সফল এরকম কিছু নারী যারা বিশ্ব দরবারে বাংলাদেশের মাথা উঁচু করেছেন, তাঁদের নিয়ে বিশ্ব নারী দিবসে এই ছবি পোস্ট।
১।ডঃ রূপা হক
পার্লামেন্ট মেম্বার, ইউকে।
২।তাহসিনা আহমেদ
কাউনসিল মেম্বার,Haledon City Council, New Jersey, USA
৩।সায়েরা খান
এক্স মেম্বার অব পার্লামেন্ট,নরওয়ে।
৪।রুশনারা আলী
পার্লামেন্ট মেম্বার, ইউকে।
৫।টিউলিপ সিদ্দিকী
পার্লামেন্ট মেম্বার, ইউকে।
৬।মনজীলা পলা উদ্দিন
Parliamentary,House of Lords, London,
৭।নাদিয়া শাহ
কাউন্সিলর, ক্যামডেন কাউন্সিল, ইউকে।
৮।আসমা বেগম
কাউন্সিল মেম্বার,টাওয়ার হেমলেট কাউন্সিল,ইউকে।
৯।সিরিয়া খাতুন
কাউন্সিলর,টাওয়ার হেমলেট কাউন্সিল,ইউকে।
১০।সাইদা খাতুন
কাউন্সিলর, Sandwell Council, UK
১১।তাহমিনা রহমান
কাউন্সিলর, নিউহ্যাম কাউন্সিল, ইউকে।
১২।সাবিনা আক্তার
কাউন্সিলর,টাওয়ার হেমলেট কাউন্সিল,ইউকে।
১৩।আনোয়ারা আলী
এক্স কাউন্সিলর,টাওয়ার হেমলেট কাউন্সিল,ইউকে।
১৪।রাবিনা খান
কাউন্সিলর,টাওয়ার হেমলেট কাউন্সিল,ইউকে।
১৫।রানিয়া খান
এক্স কাউন্সিলর,টাওয়ার হেমলেট কাউন্সিল,ইউকে।
১৬।আয়েশা চৌধুরী
কাউন্সিলর, নিউহ্যাম কাউন্সিল, ইউকে।
১৭।রিতা বেগম
কাউন্সিলর, ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিল, ইউকে।
১৮।রহিমা রহমান
কাউন্সিলর, নিউহ্যাম কাউন্সিল, ইউকে।
১৯।মায়া আজিজুন আলী
এক্স কাউন্সিলর,টাওয়ার হেমলেট কাউন্সিল,ইউকে।
২০।সান্দ্রা কবির
কাউন্সিলর,Brent Council, UK
২১।রেহনুমা হায়দার
কাউন্সিলর,Seaford Council, UK
পরিশেষে - বিশ্বের সকল নারীর পথ চলা মসৃণ হোক এই শুভ কামনা।
১ থেকে ৩৩৬, সবগুলি পর্ব দেখতে চাইলে ক্লিক করুন এখানে-
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭