১/ ২১৫০ সাল। ততদিনে সারা বিশ্বে ইন্টার ন্যাশনাল ব্রিডিং ব্যাংক স্থাপন হয়েছে। এর দুটো সেকশান, এনিম্যাল এন্ড হিউম্যান সেকশান। হেড অফিস জেনেভা। এটা WHO (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন) দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট।
২/ নব দম্পতী সজল, চৈতি। হার্টের ব্যামোটা সজলদের বংশগত। এই রোগে তার বাবার জন্মের পর তার দাদা মারা যায়, তার জন্মের পর তার বাপ। তাই বিয়ের আগেই সিদ্ধান্ত নিয়েছেন নিজে সন্তানের বাপ হবেননা। বিষয়টা নিয়ে বিয়ের পরে চৈতীর সঙ্গেও শলা করেছেন, চৈতিও একমত। হাতের কাছে যখন ব্রিডিং ব্যাংক রয়েছে তবে কেন হার্টের দুর্বলতা সহ সন্তানের জন্ম দেয়া। সুতরাং স্বামী স্ত্রী দুজন মিলে একদিন সোজা এসে দাঁড়ালেন হিউম্যান ব্রিডিং ব্যাংকের কাউন্টারে। তাদের দেখেই ব্যাংকের প্রধান কর্মচারী শিমুল সরকার এগিয়ে এলেন।
- বীজ কিনতে এসেছেনতো? বলুন কারটা চাই। সব ফ্রিজ করে রাখা আছে এখানে।
সজল বললেন, আমি ফুটবলের ভক্ত, ভালো ফুটবল প্লেয়ারদের মধ্যে কার কার স্টক আছে বলুন। জাদুকর সামাদ বা কায়সার হামিদ ?
কর্মচারী- স্যার সামাদ তো দুবছর আগ থেকেই সোল্ড আউট। কায়সার হামিদ গতকাল পর্যন্ত ছিল, পুরনো ঢাকার এক দম্পতী লাস্ট স্যাম্পল নিয়ে গেছে। সালাহ উদ্দিনের আছে দেবো?
স্ত্রী চেঁচিয়ে উঠলেন - চাই না , চাই না।
স্বামী- আরে জাতীয় দলের ক্যাপ্টেন ছিল!
স্ত্রী - জানি জানি, খেলার চেয়ে রেফারির নাক ভেঙ্গেছে বেশি। আমি এমন ছেলে চাইনা যে শুধু রেফারীর নাক ভাংবে। আমি চাই সভ্য ভব্য আর্টিস্টিক বেবি। ফরেন আর্টিস্টের আছে ? পিকাসো?
কর্মচারী- আছে ম্যাডাম দেবো?
স্বামী- না মশাই! চৈতী তুমি ভুলে গেছো আমাদের পাড়ার হেঞ্জু মিয়া পিকাসোর নিয়েছিল না! তাদের ছেলে কি হয়েছে? পিকাসোর লুচ্চামিটাই শুধু পেয়েছে,বিয়ে করেছে পাঁচ টা ছবি টবি কচুও আকেনা।
কর্মচারি- এটা বিচিত্র কিছু নয়,দাতার সব কয়টি গুণ পাবে এমন নাও হতে পারে। হয়তো তাদের ছেলে পিকাসোর বার বার বিয়ে করার গুণটাই পেয়েছে।
স্ত্রী - না বাপু এমন চাইনা। আচ্ছা ফিল্মস্টারদের আছে?
কর্মচারি- আছে তবে ইন্ডিয়ান মাল চাইবেন না। উত্তম কুমার, দিলিপ কুমার আর রাজেশ খান্নার সব ফুরিয়ে গেছে।
স্বামী - নায়ক রাজ রাজ্জাকের আছে ?
কর্মচারি- নাই। ইনিও ইন্ডিয়ান মাল, জন্ম ইন্ডিয়ায়। ইন্ডিয়ান শুধু একটা স্যাম্পল আছে - গোবিন্দর।
স্ত্রী - না তার চাই না। বেটা মিঠুন কে নকল করতো। আমার চাই ওরিজিনাল। সালমান শাহর আছে?
কর্মচারি - না নেই। সব নব দম্পতিই সালমান শাহ এর জন্য পাগল। মার্কেটে আসার এক মাসের মধ্যে শেষ। জাফর ইকবাল আর সোহেল চৌধুরীর আছে দেব?
স্বামী - না মশাই , একজন ছিলেন মজনু প্রেমিক। মদ খেয়ে লিভার পচিয়ে শেষে অক্কা। আরেকজন মরেছে আততায়ীর হাতে।
কর্মচারি - ওহ ভুলে গেছিলাম আখলাকুরের আছে আখলাকুর।
স্ত্রী - আখলাকুর কে ?
কর্মচারি- ওই যে ক্রিকেট ক্যাপ্টেন ছিল! ধুর ! আবার ভুল হয়েছে, আখলাকুর নয় আশরাফুল আশরাফুল !!
স্বামী - না না, অসদুপায়ের দায়ে বহিস্কার হয়েছিলেন। রাইটার কারু আছে?
কর্মচারি- হুমায়ূন আজাদের আছে।
স্ত্রী - না চলবে না, বড্ড বেশি ড্রিংক করতেন, জার্মান না কোথায় ওটা খেয়ে পটল তুলেছেন।
কর্মচারি- জুইসি হাইড এর চলবে ?
স্বামী স্ত্রী এক যোগে - ইনি? ইনি কে? ফরেনার?
কর্মচারি- আরে নাহ, দেশি মাল। রসময় গুপ্ত।
স্ত্রী - নাহ,দাদীর কাছে শুনেছি, বইয়ে কি সব খাচ্ছর খাচ্চর কথা লিখতেন। অশ্লীল লিখক বাদ দিয়ে সভ্য লিখকদের নাই, এই যেমন কাশেম বিন আবু বকর?
কর্মচারি- না নেই, যারা মাদ্রাসায় পড়তেন তাদের নাতি নাতনীরা সব নিয়ে গেছে।
স্ত্রী -হুমায়ূন আহমেদের আছে?
কর্মচারি- ম্যাডাম, সব ব্লাকে বিক্রি হয়ে গেছে। এখনো সেই কর্মচারি আর ম্যানেজারের বিরুদ্ধে মামলা চলছে। ম্যানেজার এত লোভী ছিলেন যে, স্টক শেষ হয়ে যাবার পরেও নিজের গুলি হুমায়ূনের বলে চালিয়ে দিয়েছেন। এখন সাস্পেন্ডেড। জেল হয়ে যাবে মনে হয়। আরেকজন লিখকের আছে, তবে সরকারের চামচা ছিল।
স্ত্রী - না হবে না। যা পছন্দ করছি তাই দেখছি আউট অব স্টক।
কর্মচারি- বিদেশি নেবেন ? আরব কোন লিডার? সাদ্দাম বা লাদেন?
স্বামী - আরে না! সন্ত্রাসের অভিযোগে বেঘোরে মারা পড়বে। কেনেডির আছে?
স্ত্রী - ওদের পরিবারের বেশির ভাগ অপঘাতে মরেছে। জেনে শুনে এটা নিতে পারিনা।
কর্মচারি- বিখ্যাত ব্লগার, ছড়াকার ইমরান হাসান জেসনের আছে, দেবো?
স্বামী স্ত্রী দুজনে - না না চলবে না , এই ব্যাটা সারা দিন গার্ল স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো । দাদার মুখে শুনেছি এজন্য ডলাও খেয়েছিল কয়েকবার।
কর্মচারি - বিপদ হল দেখছি! আপনাদের যেটা চয়েজ সেটা নেই, আমার যা চয়েজ তার নানা দোষ । এর চেয়ে আপনারা ঘুরে ঘুরে দেখুন। সব লেবেল সাঁটানো আছে। পছন্দ হলে আমাকে বলবেন। বিল করে দেব, পেমেন্ট করে নিয়ে যাবেন ।
৩/ বিশাল শোরুম। নব দম্পতী সজল, চৈতি হাত ধরা ধরি করে লেবেল দেখতে দেখতে সামনে আগাচ্ছে------
(বিদেশি গল্পের ছায়া অবলম্বনে)
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৮