দেখতে দেখতে সামহোয়্ যারইন ব্লগে ৬ বছর কাটিয়ে দিলাম। আজ আমার ব্লগের বয়স ৬ বছর ১ দিন। মূলত কমেন্ট করার জন্য রেজিস্ট্রেশন করা। এর আগে প্রায় ছয় মাস শুধু পড়েই গেছি। রেজিস্ট্রেশনএর পর কয়েকটা পোস্টও দিয়েছি। ততদিনে ব্লগে কিছুটা পরিচিত হয়েছি।নিজে বাঁচলে দিগম্বর মামার নাম নামে প্রথম রম্য পোস্ট দেই ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪ মিনিটে। লিখাটি জনপ্রিয়তা পায়, এ কারণে পরে দিগম্বর মামার আরো দুটি পর্ব লিখি। সেগুলোও পাঠক প্রিয়তা পায়।
প্রথম জনপ্রিয় পোস্ট ছিল মানুষ অনুরোধে ঢেঁকি গিলে , আমি গিলেছি রাইস মিল । এতে কমেন্ট ছিল প্রায় চার’শ,পঠিত ছিল প্রায় ১৯০০ বার। এখন পর্যন্ত আমার যে পোস্টটি সবচেয়ে বেশিবার পঠিত হয়েছে (লক্ষাধিক) সেটি হচ্ছে- ‘বেলজিয়ামের ইতিহাসে আজ অবধি ঘটে যাওয়া,সবচেয়ে চাঞ্চল্যকর অপরাধের তালিকায় শীর্ষে যে ক্রাই্ম তা ঘটানো হয়েছিল বাংলাদেশের জন্য’ এই পোস্টটি।
২৬ শে জুন, ২০১৫ থেকে শুরু করি প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন নামে একটি সিরিজ যা এখনো অব্যাহত আছে। এ সিরিজে এ পর্যন্ত আমি ১৫৬ জন প্রবাসী গুণীকে নিয়ে আলোচনা করেছি। এই সিরিজের পাঠক প্রিয়তার রেশ ধরে পরবর্তিতেপ্রবাসে বাংলাদেশী গুণীজন ও ক্ষুদে জিনিয়াস’দের কথা নামে আমার দুটি বই বেরোয়।
বেশি আনন্দ পেয়েছি কিছু রম্য লিখে। তার মধ্যে উল্যেখ যোগ্য -
আজ খ্যাংরার গায়ে হলুদ ; একটি ভৌতিক রম্য !
একজন চিত্র শিল্পীর অকালমৃত্যু । ( ঘটনা বাস্তব )
আমরা তখন উসাইন ভোল্টের বাপ ।,
পিতা পুত্রের গো-হাট পরিভ্রমন,
পোষাকের বিবতর্ন ; আমার মুখর্তা,
আমার যাত্রা দর্শন পর্ব ( কিছুটা রম্য , কিছুটা ১৮+ ),
আলাম পাগলা ও কয়েকটি লাইভ জোক । ,
ব্রহ্মদত্যি ও থানকুনি একটি রম্য পোস্ট,
অতিশয় নীরস পোস্ট ! ছবি দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল । শিক্ষণীয় কিছুর তালাশে যারা পোস্টে ঢুকবেন , তারাও হতাশ হবেন ।,
''কসম'' আমি ভূত দেখেছি'' ,
যাপিত রস ! রম্য হলেও ঘটনা বাস্তব !
একটি অ-রম্য! মৃণালিনী দেবীর রান্না করা কচুশাক খেয়ে রবি বাবু যে গানটি লিখেছিলেন ও মুজতবা আলীর অসার কথা ।,
স্বামী কেন চাকর ; জীবন থেকে নেয়া রম্য ।,
যখন কেউ আমাকে পাগল বলে ------/ যাপিতানু রম্য ।,
এন্তেজাম এ ধুম্র এস্তেমাল; একটি নিরস স্মৃতি ইত্যাদী।
সে সময় নানা মিথস্ক্রিয়ায় অনেকের সাথেই ভাল মিলতো। তাঁদের অনেকে এখনো ব্লগে আছেন। যেমন- আরজুপনি, কাজী ফাতেমা ছবি, কাল্পনিক_ভালোবাসা, জুন, ঢাকাবাসী, নেক্সাস, বিদ্রোহী ভৃগু, মানবী, শায়মা, মনিরা সুলতানা, রিফাত হোসেন, সাদা মনের মানুষ ।
আবার অনেককেই এখন আর ব্লগে দেখা যায়না , তাঁদের বড্ড মিস করি, যেমন- অন্যমনস্ক শরৎ, অঞ্জলি,অনীনদিতা, আমি বাঁধনহারা, আমি ইহতিব, আবুশিথি, এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা, কালোপরী, গ্রাম্যবালিকা, ঘুড্ডির পাইলট, চেয়ারম্যান০০৭, ত্রিশোনকু,মাহমুদুল হাসান কায়রো, মাক্স, মাহী ফ্লোরা, মেহেরুন, ম্যানিলা নিশি, রোকসানা লেইস, রোমান সৈনিক, রাজীব নুর, লাইলী আরজুমান খানম লায়লা, লেখোয়াড়, লেখাজোকা শামীম,লাবনী আক্তার , লোনলিফাইটার, সেলিম আনোয়ার, হাসান কালবৈশাখী, ৈহমনতী, হাসান যোবায়ের সহ অনেকে।
যারা আছেন, যারা নাই এবং নতুন করে যাঁদের সাথে পরিচিত হয়েছি সকলের জন্য শুভ কামনা।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৯