Thousands of children's lives at stake as 'indirect victims' of Burmese crackdown on Rohingya Muslims, UN warns .....
পরিবর্ধিত সংযোজন -
“ষ্টপ জেনোসাইড.....” লিখেছি এ কারনে যে , আমাদের পত্রিকাগুলোতে প্রায় সবাই মায়ানমারের
গণহত্যাকে “ জেনোসাইড “ না বলে অন্য শিরোনাম দিচ্ছেন এভাবে --
প্রথম আলোর অনলাইন সংস্করণ -
বাংলাদেশ –মিয়ানমার
সীমান্তে যৌথ অভিযানের প্রস্তাব উদ্বেগজনক
ইত্তেফাক -
“গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে মিয়ানমারের সেনা ও রাখাইনরা .....”
বাংলাদেশ প্রতিদিন -
“রোহিঙ্গা নির্যাতন ...........”
যুগান্তর -
“গর্ভবতী স্ত্রীকে আরাকান যুবকের শেষ কথা
দেখা হবে স্বাধীন আরাকানে নয়তো জান্নাতে”
কালের কন্ঠ -
“রোহিঙ্গাদের জন্য সীমান্ত খোলার চাপ”
ইত্যাদি ইত্যাদি । কেন ? মায়ানমারে “ গনহত্যা “ চলছে এই শব্দটিকে খবরের প্রধান শিরোনাম করতে অসুবিধেটা কি ? কার ভয়ে এই শব্দটি লেখা হচ্ছেনা ?
জেনোসাইড কথাটি যে কতো প্রচন্ড শক্তি ধরে তা কি আমাদের মিডিয়া ব্যক্তিরা জানেন না , না কি বোঝেন না ?
সারা বিশ্বে এই জেনোসাইড শব্দটি বিশ্ব বিবেক জাগ্রত করার একটি মাত্র অস্ত্র ।
আর জাতিসংঙ্ঘ লেকচার দিচ্ছে এই বলে , মানবতার খাতিরে বাংলাদেশের উচিৎ সীমান্ত খুলে দেয়া । বলি --- কেন জাতিসংঙ্ঘ মায়ানমারকে বলছেনা যে, এখনি গণহত্যা বন্ধ কর নইলে তোমাদের উপর অবরোধ আরোপ করা হবে ??
বাংলাদেশের দীর্ঘদিনের নতজানু পররাষ্ট্রনীতির কারনেই জাতিসংঙ্ঘ এই লেকচার দেয়ার সাহস পেয়েছে । সেম......
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিশ্ব বিবেক বাংলাদেশের পক্ষেই সোচ্চার হয়েছিলো যখন মিডিয়াগুলোতে সচিত্র
লেখা হয়েছিলো - "ষ্টপ জেনোসাইড " । তাই এই ব্লগে আওয়াজ তুলতে চেয়েছি ----" ষ্টপ জেনোসাইড " ।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৬