“মাগো, তোমায় দেখে দেখে আঁখি না ফেরে .....” [ প্রথম পর্ব ]
রূপ- রস - রঙে ভরা এই ছোট্ট একটা পৃথিবী থেকে চোখ ফেরানোই দায় । তাই হয়তো কবি বলেছেন - “মাগো, তোমায় দেখে দেখে আঁখি না ফেরে .....” ।
আপনি যদি আসলেই রূপ- রস –রঙের সমঝদার হন তবে আপনার জন্যে এ বিশ্বে ছড়ানো আছে আরো শত শত চমক , আঁখি না ফেরানোর গল্প । চোখ মেলে দেখলে সে চমক ক্ষুদ্র এ পৃথিবীর সব রঙ কে ম্লান করে দিয়ে যাবে । আকাশের ক্যানভাসে অজানা এক চিত্রকরের আঁকা রঙে- রূপে স্পন্দিত , সশ্রদ্ধ বিস্ময় আর সম্ভ্রম জাগানো এই সব ছবি আপনাকে জানিয়ে যাবে আপনার দেখা এই পৃথিবীর অতি নগন্যতার, অতি তুচ্ছতার এক একটি উপাখ্যান । আপনার মাথার উপর রাতের আকাশের গায়ে রঙ-ধনু রঙের সুতোয় বোনা এই সব কারুকার্য্যময় ছবি আপনার চোখ ধাঁধিয়ে দেবে রঙের দ্যুতিতে ।
পৃথিবী নামের আপনার এই ছোট্ট গৃহকোনের বাইরে আকাশের চাদরে যে জোনাকিদের মিটিমিটি খেলা চলে , সেখানে যে বিশাল আয়োজন তাতে আপনি গুনগুন করে গেয়ে উঠতেই পারেন –
“ আমার মাথা নত করে দাও হে তোমার চরন ধুলার তলে .....” ।
মনে হতেই পারে, এই সব ছবির ভিড়ে; কি ভয়ঙ্কর ভাবে রূপ- রস –রঙে তুচ্ছ আর অসহায় আপনার চেনা এই পৃথিবী ।
তাই আগেভাগেই আপনাকে দেখে নিতে বলি, চেনা পৃথিবীর অচেনা রঙ ও রূপ । তারপর না হয় মেলাবেন আকাশের বিশাল ক্যানভাসের সম্ভ্রম উদয়কারী রূপের সাথে, রঙের সাথে.......
ছবি : ইস্টার আয়ল্যান্ডের মূর্ত্তিগুলো ছাড়িয়ে দুরের আকাশে ছায়াপথের ছায়া ....
যে তারাদের (ষ্টার) পাড়ায় আপনার ঘুম ভাঙে সকাল বেলায়, ইস্টার আয়ল্যান্ডের রহস্যময় মূর্ত্তিগুলোর মাথার উপর দিয়ে দেখা যাওয়া সেই তারাদের পাড়ায় , মিল্কিওয়ে গ্যালাক্সি তে পৃথিবী নামের যে গৃহটিতে আপনার ঠাঁই , সেখানের জানালা থেকে এই তারাদের ভিড় দেখে আপনার মুখ থেকে বেড়িয়ে যেতেই পারে - “ আহ্ কি অপরূপ ... কি সুন্দর জোনাকির মতো তারাদের জ্বলা-নেভা ।” খালি চোখে এর রূপ-রঙ আপনার চোখে ধরা দেবেনা । এর জন্যে চাই আলাদা চোখ, ক্যামেরার চোখ , হোক তা আপনার হাতের সখের ক্যামেরাটি কিম্বা জ্যোর্তিবিজ্ঞানীদের টেলিস্কোপের ক্যামেরার চোখটি ।
সে চোখই দেখা, এই সবুজের জ্যোর্তিময় আভার মাঝে আপনার ছায়াপথটিকে ।
“আইল অব ওয়েট” এর আকাশ থেকে, ২০১৩ সালের অক্টোবরের ৪ তারিখের রাতে মাত্র ২৫ সেকেন্ড স্থায়ী এই রঙের ছবিটি ধরা পড়েছে শখের ফটোগ্রাফার “চাদ পাওয়েল” এর হাতের ক্যানন ৬ডি ক্যামেরায় এভাবেই, অপরূপ হয়ে । দৃষ্টি নন্দন, মনের আকাশে কবিতার রঙ ছড়িয়ে দেয়ার মতো বর্ণিল আল্পনায় আঁকা ছায়াপথের এসব ছবি আপনার মনের বীণায় তুলবে ঝংকার –
“ এই লভিনু সঙ্গ তব , সুন্দর হে সুন্দর ..” ।
ছবি : নিঃসীম আকাশে রঙের ঐন্দ্রজালিকতা নিয়ে শুয়ে থাকা ছায়াপথ ।
ছায়াপথ নামের এই স্বপ্নীল তারাদের পাড়াতেই আপনার বুড়ো হয়ে যাওয়া সূর্য্যদেবতার ( দ্য সান ) বাস । প্রায় ৪০০ বিলিয়ন তারাদের ভিড়ে যার নেই তেমন কোনও জৌলুস, নেই রঙ । অথচ এই জৌলুসহীন সূর্য্যদেবতার চারপাশেই ঘুরে ঘুরে মরছেন আপনি । তাই আদর করে মাঝে মাঝেই সূর্য্যদেবতারও হোলির রঙ ছেটানোর খেলা খেলতে ইচ্ছে করে আপনার সাথে । নিজের বুকে জমিয়ে রাখা তপ্ত গ্যাস আর চৌম্বক ক্ষেত্র ছড়িয়ে ছিটিয়ে সূর্য্য এই খেলাটি প্রায়ই খেলে থাকেন “করোনাল মাস ইজেকশান (CME)” বা “সৌরঝড়” নামে ।
ছবি : সূর্য্যের বুকে জমে থাকা উষ্ণ ঢেউয়ের খেলা । ২০১২ সালের আগষ্টের শেষ দিনটিতে অপরূপ সৌরঝড় ।
ছায়াপথের রঙের মাঝে তা হয়তো আপনার মনে ঢেউ তুলবেনা, তবে তা নয়কোটি ত্রিশ লক্ষ মাইল পেড়িয়ে শব্দের ঝড় (শক-ওয়েভ) তুলতে পারে আপনার পৃথিবীর বাতাসে । তখন সব সময় আপনার হাতে থাকা প্রিয় সেল ফোনটিতে কোনও প্রিয় কন্ঠের মধুরতা ছাপিয়ে ভেসে আসতে পারে “ষ্ট্যাটিক” (রেডিও ট্রান্সমিশন ডির্জাপশন ) এর কান ঝালাপালা কিরকির শব্দ । সবুজাভ আলোকচ্ছটায় ভাসিয়ে দিতে পারে উত্তর কিম্বা দক্ষিন গোলার্ধের আকাশ । ফুঁটিয়ে তুলতে পারে আকাশের ক্যানভাসে রঙের খেলা । বহ্নিবীণা বুকে লয়ে থাকা সূর্য্যকে তখন ডেকে বলতে ইচ্ছে করবে -
“ হে সূর্য্য, জ্যোতির কনকপদ্মখানি
প্রথম গোধূলীর চুম্বন যেন দিলে আনি ”
ছবি : পোলার স্পেসক্রাফটের তোলা দক্ষিন মেরুজ্যোতি “ অরোরা অষ্ট্রালিস” বা “ সাউদার্ণ লাইট” ।
সবুজে রাঙানো তনুখানি তার
মুগ্ধ বিস্ময়ে তাকাই অপার
উন্নিদ্র আকাশের পানে অনিবার .......
ছবি : উত্তর নরওয়ের এক গ্রাম্য আকাশের গায়ে লেপ্টে থাকা স্বর্পিল উত্তর মেরুজ্যোতি “অরোরা বোরিয়ালিস” বা “ নর্দার্ণ লাইটস ” ।
ছবি : আলাস্কার দিগন্তে মেরুজ্যোতি “ নর্দার্ণ লাইটস ” ।
রঙের মাঝারে হেরি রঙডুরি
পরাগের ঠোঁটে পরিমলগুঁড়ি
হারায়ে ফেলি গো দিশা .......
ছবি : তাসমেনিয়ার আকাশে মুগ্ধচোখে তাকিয়ে থাকার মতো গাঢ় রক্তিম রাগে রাঙানো দক্ষিন মেরুজ্যোতি ।
দুর অস্তাচলের গায়ে ঝটিতি
লাগে রঙ , যেন
বেনারসী ঢংয়ে আঁকা
শাড়ীর আঁচল মেলে আছে পাখা....
ছবি : ২০০৫ এর ১১ই সেপ্টেম্বর “নাসা”র ইমেজ স্যাটেলাইটের তোলা দক্ষিন মেরুজ্যোতির বর্ণাঢ্য রংয়ের খেলা ।
চলবে .............
সূত্র : NASA / Wikipedia /
http://www.nasa.gov/vision/universe/solarsystem/stereo1_prt.htm
https://annoyzview.wordpress.com/tag/southern-lights/
http://earthsky.org/
http://www.universeforfacts.com
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৫ রাত ৯:১০