মনুষ্য আর কম্পুর মাঝে মিল কোথায় বাহে? মিলটা হইলো এই যে, দুইটাই প্রোগ্রামেবল এবং রিপ্রোগ্রামেবল। একটা নতুন কম্পুর ভিতরে নানান রকমের তথ্য আর উপাত্ত দিয়া, এইডারে কামের উপযুক্ত বানায়া মার্কেটে ছাইড়া দেওয়া হয়। সেম টু সেম একটা মানবশিশুরে, অনেক ধরনের তথ্য দিমাগে ভইরা দিয়া, তারে আমরা জন অরণ্যে ছাইড়া দিই। যা এইবার চইরা মইরা খা। কম্পুরে প্রোগ্রাম করে একদঙ্গল ইঞ্জিনীয়ার। আর মাইনষের বাচ্চারে করে মায়-বাপে, আর একদল আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী মিল্লা। তাইলে “বটম অফ দা লাইন”...নাইলে “লাইন অফ দা বটম” কি খাড়াইলো? সব দোষ প্রোগ্রামারের (অর মায়েরে বাপ), আর ভালা হইলে মাশাল্লা হামদুলিল্লা। মাইনষের বাচ্চার সবচাইতে বড় ইঞ্জিনীয়ার হইলো মা’মনি। এরপর আব্বুনি, বাবানি, দাদুমনি, খালামনি সহ অন্যান্য মনি এবং মুক্তাগন। তো প্রোগ্রামার মা’য় ভালা ইঞ্জিনীয়ার হইলে, বাচ্চার দিমাগের বায়োসে “মরালিটি” নামে, একখান রিড অনলি মেমোরী প্রোগ্রাম ভইরা দেন খুব ছোটবেলায়। এইডা আবার কি? খায়? না মাথায় দেয়? এইডার প্রোগ্রামিং কোড হইলো অনেকটা... (নীচে দ্যাহেন মিয়া) এইরকমঃ
Main()
{ সদা সত্য কথা বলবা। আদব কায়দা বজায় রাইখা চলবা। কারো জিনিষ না বইলা হাতাইবানা। সইরষার দানা কিংবা তিল পরিমান কোনো কিছুও চুরি করবানা। অন্যের ক্ষতি করবানা। পারলে উপকার করবা। মাইনষের উচা নীচা জাত নিয়া ভাইবোনা। সব মানুষ সমান। সব মাইনষের সমান অধিকার। মাইয়া মানুষ মায়ের জাত। তাগোরে সম্মান করবা। কেউ তাগো ইজ্জতে হামলা করলে, লাগলে নিজের জান দিয়া বাচাইবা। দ্যাশও তোমার মা। তারে বাচানো বড় ধর্ম। ধর্ম যার যার, মানবতা সবার। ধর্ম নিয়া বাড়াবাড়ি করবানা। শিক্ষাহীন মানুষ কুত্তা বিলাইর মত। অগো লাজ লজ্জা নাই। সবার উরপে মানুষ সত্য, তাহার উরপে নাই...(সংখেপ করছি কইলাম)
}
তাইলে আমরা কি পাইলাম? এই “মরালিটি” প্রোগ্রাম যদি কোনো মা’য়, একবার ভালো কইরা বাচ্চার নিউরোনে সেট কইরা দেয়। এরপর পুরা দুনিয়া ইধার কা উধার হইলেও, অর মরাল কোড কেউ ভাঙ্গবার পারবো না। অয় বড় হইয়া দ্যাশরে ভালোবাসবো। মানুষ’রে ভালোবাসবো। মাইয়াগোরে সম্মান করবো। কোনো মাইয়ারে রেপ করা তো দূরে থাক, টিজ’ও করবোনা। অন্য ধর্মের মাইনষেরে ভালোবাসবো। সবাইরে ইজ্জত করবো। চুরি করবোনা। খুন খারাবী করবোনা। কোনো মাইনষেরে ছোট মনে করবোনা। মানব ধর্মরে লালন কইরা, নিরালা মনে দুনিয়াদারীর চিন্তা করবো।
ওই মিয়া ! এইরকম মানুষ তো ফ্যাক্টরিত্তে অর্ডার দিয়া বানান লাগবো। আরে বলদ, মানুষের হার্ডঅয়্যার তো মা’য়ের ফ্যাক্টরীতেই তৈরী হয়। এরপর মা’ই পারে, শিশুর মগজের পরতে পরতে "মরাল কোড" ভইরা দিতে। এডমিন এক্সেস মা’য়ের হাতেই থাকে। মা’রা সব পারে। অন্য ইঞ্জিনীয়ার’রা বাকী সব প্রোগ্রাম সেট করুক। মা'য় খালি তার ঘরে পয়দা হওয়া জানোয়ারটা’রে, মানবতার কোড দিয়া বড় করুক। তারে “মানুষ” নামের আরোপিত বিশেষন দিয়া সম্মানিত করুক। জগতের সব মায়েরা ভালো থাকুক। আমরা তোমাদের অনেক ভালোবাসি।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৭ রাত ৩:২৯