আমাদের এ জীবন চরম অনিশ্চয়তায় ভরা। আবার এ ব্যাপারটাই কোনো বিষয়ে কখনো সখনো আমাদের নিশ্চিত রাখে। কা'ল মানুষের সৃষ্টি, তাই অতীত ও ভবিষ্যত আসলে বিগত এবং অনাগত বর্তমানের সঞ্চালন মাত্র। বিশ্ব প্রসারমান তাই প্রবাহিত কা'ল কে ত্রিমাত্রিক মানুষ স্বীয় অনুভুতি দিয়ে বাধাঁর চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। পদার্থ বিদ্যার হাইপোথিসিস বলছে, ভয়াবহ ভর দিয়ে সময়কে স্থবির করে দেয়া সম্ভব। ভর, বেগ, অভিকর্ষ, মহাকর্ষ এইগুলো দিয়ে, আমাদের পরিচিত পৃথিবী'কে, পরিচিত অনুভুতিগুলোকে বিবশ করে দেয়া সম্ভব, স্থবির করে দেয়া সম্ভব। কিন্তু আমরা তা চাইনা, আমরা এই জগতের সৌন্দর্য্যে অভিভুত। আমরা আমাদের যাবতীয় অনুভুতি গুলোকে নিয়ে বাঁচতে চাই প্রতিনিয়ত। তাই ফিরিয়ে দাও আমাদের অরণ্য, খোলা আকাশ, মুক্ত প্রান্তর, খাঁ খাঁ জোছনা; লহ এই কুপমন্ডুক নগরী।।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৪