রোজ আমি সকালে ঘুম থেকে উঠে,
বাথরুমে চলে যাই ব্রাশ নিয়ে হাতে।
দাঁত মেজে মুখ ধুই চোখে দেই পানি,
নিজেকে আমি খুব বেশী নাহি জানি।
চাবি নিয়ে কিচেনের তালাটাকে খুলি,
পান্তার ডালা দিয়ে খিদেটাকে ভুলি।
লাল্লারা লা লা লালাল্লারা,
লারা লারা লাল্লারা লারা লারা লা (২)
রোজ রোজ পান্তা আলুভর্তা দিয়ে,
জীবন চলে যায় সুখ দুখ নিয়ে।
জানিনা এভাবে মোর যাবে কতকাল?
দিয়েছি খুলে তরী নাহি তার পাল।
চলতে চলতে পথ হবে জানি সারা,
রটে গেছে বাজারে খেয়েছি যে ধরা।
লাল্লারা লা লা লালাল্লারা,
লারা লারা লাল্লারা লারা লারা লা (২)
সময়ের তালে তালে কত ঘটনায়,
জড়িয়ে পড়ি মোরা বহু রটনায়।
এক গাধা নাম তার শেখ সোমন রবি,
পকেট মারা নাকি তার প্রিয় হবি।
সেদিন বাজারে সে খেয়ে গেলো ধরা।
পিটুনি খেয়ে সে হলো আধ্মরা।
লাল্লারা লা লা লালাল্লারা,
লারা লারা লাল্লারা লারা লারা লা (২)
আরেক ছাগল সে নাম তার যীষু,
আধখানা পাগল সে ভালো আছে কিছু।
রাস্তায় ঘোরে সে চুল দাঁড়ি ঠাসা,
জীবনেতে তার নাকি নাই কোনো আশা।
মাঝে মাঝে বিকারে তারে শুধু ঠেলে,
পল্টু খেয়ে সে নাচে তালে তালে।
লাল্লারা লা লা লালাল্লারা,
লারা লারা লাল্লারা লারা লারা লা (২)
এবার আসি শলুইর বাচ্চা নামেতে অক্সন,
বিশ্ব প্রেমিক শালা বিরাট তার মন।
দেয়ালে দেয়ালে তার বালিকাদের ছবি,
পল্টু টানিয়া বলে সেও নাকি কবি!
টল্টুর মত শালা সারাদিন ঘোরে,
চা সিগারেট খেয়ে মামুর বাকীর খাতা ভরে।
লাল্লারা লা লা লালাল্লারা,
লারা লারা লাল্লারা লারা লারা লা (২)
জানি আমি একদিন সব হবে সারা,
হয়তো রবেনা কেউ আজ আছে যারা।
চলে যাবে সব্বাই নিজ নিজ ভুমে,
কখনো পড়বে মনে শুধু মওসুমে।
রয়ে যাবো আমি একা যেমন ছিলাম,
ধন্য হে পৃথিবী তোমাকে প্রণাম।
লাল্লারা লা লা লালাল্লারা,
লারা লারা লাল্লারা লারা লারা লা (২)