পূর্ণ করে দাও শুন্যতার গ্লাস
এক লিটার শুন্যতা গিলে খাই।
ভুলে যাই সব দুঃখ......ব্যথা
হতাশা আর না হয়ে উঠার বেদনা।
এলোমেলো করে বসে আছি জীবন’কে
মাতালের মত ঢুলছি কিন্তু প্রলাপ বকছি কি?
দ্বিজ বেদব্যাস অথবা শরৎ বাবুর দেব দাস
আধুনিকি সঙ্কলন কি আসে যায়?
সমালোচনার ধারে রীরিংসার কুটিল থাবায়
অন্নপূর্ণার অন্নভর্তি থালে বুভূক্ষু শিশুর বমি।
সব শুন্যতা দিয়ে......সলিউশান
অতঃপর ঢেলে দেবো গলায় উপুড় করে।
আহ্ ! কি নির্জনতা ! তেরে কেটে তাক্ তাক্
আলোর বন্যায় তেরছা চোখে প্লাবিত অহংবোধ
চুলোয় যাক সব আহাম্মক আর আঁতেলের দল।
একা চলে যাবো ষন্ডা কেলো ভূত আমি
আমার আজন্ম শৈশব আদি নির্জন আবাস
পরম শুন্যে...শুন্য থেকে শুন্যান্তরে।