আজন্ম আমার সব পাপ অবচেতনে দোলা দেয়
সীমাহীন গতি আর, ক্লান্ত পথিকের শ্লথ গতি নিয়ে
অতৃপ্ত আত্মার হাহাকার আর ঈশ্বরের বুকে ক্রুশ।
ক্রমশঃ গাঢ় হয়ে আসা ফিকে জোস্নার রুপচ্ছটা
প্রলম্বিত রাত্রির দ্বিপ্রহরের কিছু ঘষা মাজা কষ্ট
অস্তিত্বহীন বোধে তাড়া করে ফেরে অবিরাম।
ধ্বংস-সৃষ্টির বিকাশ আর পারিপার্শ্বিক ভন্ডামী
মুছে যাওয়া অটোগ্রাফ সাথে বিবর্ণ কিছু তৈলচিত্র
মিশে থাকে কষ্টার্জিত এক টুকরো বিষন্ন হাসিতে।
জীবন মুখী ছায়াচিত্রের নির্বোধ মূর্খামী-স্বপ্নালুতা
অদৃশ্য কোন বহুমুখী স্বত্তার উৎপীড়নে মুমুর্ষুতা
যন্ত্রণার নেই কোনো সীমা কিংবা পরিসীমা।
ফেন্সিডিল আর পল্টুর মারপ্যাচে কোলাপুরী চটি
আড়ং এর বঙ্গজ পাঞ্জাবীর ফুরফুরে উড়ায়
থেমে গেছে সময় কাঁটা রাত্রি বারোটায়।
ঢং ঢং প্রতিধ্বনি দেয়ালে দেয়ালে-আর আমার ছায়া
তার কায়াহীন বোধ নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়
সুনীলের সেই প্রান্তর পোড়ানো জোস্নায়।