জলপদ্ম, আপনি এলেন একা
নিরামিষ সন্ধের প্রাক্কালে
এক বিপন্ন ভৌতিক ট্রেনে এলেন।
আপনাকে অন্ধকার ভেবে আলোর দিকে
তাকিয়ে ছিলাম পুরো দুদিন- দুদিন
আপনাকে দেখেছি না দেখার মতন;
হীরম্ময় প্রাসাদের খোঁজে আকাশের দিকে তাকিয়ে।
আমার ভেতর অসভ্যতা ছিলো- ডুবে ছিলাম
কৃতদাস নক্ষত্রের ছাই চাপা আগুনে।
আপনাকে আমি প্রভাহীন অন্ধকুঠুরী ভেবে
উজ্জলতার খোঁজে কাগজে কলমে ব্যস্ত ছিলাম।
আপনাকে আদতে চিন্তেই পারিনি- চিন্তে পারিনি
...দূর নক্ষত্র থেকে ভেসে আসা আলোর শিশির।
দীপ্ত গ্যালাক্সীর মত যখনই চিনেছি
ক্রমাগত বদলে যাচ্ছি
ম্রিয়মান হয়ে যাচ্ছে স্বকীয়তা
হারিয়ে ফেলছি ফেনিল জলোচ্ছাস।
আমি অন্ধকুঠুরী দেখিনি
আমি আলোর মশাল দেখিনি
রোদ্দুরে- ভোরে আপনাকে চিনে আমি
ক্রমাগতঃ অন্ধ হয়ে গেছি।
এখন আমার চোখের জলে
শুধু জলপদ্ম ঘিরে থাকে।