ধরেন গিয়া প্রেম করতাছি। ইসলামে প্রেম কিন্তু হারাম। ইহাও জানি। চাচাতো, ফুফাতো, খালাতো, মামাতো তালতো বোন ও পর-মহিলা এদের সাথে পর্দা করে চলতে হইবো। ইসলাম ইহা যেহেতু বলেছে। তাই মেনে নিলাম প্রেম করা পুরাপুরি হারাম। প্রেম করা যাইতু নই। তা জেনেও প্রেম করি। পরধর্মের নারীর প্রতি আসক্ত হয়ে পড়ি। ইসলাম ইহাকে কিন্তু কাফির হয়ে যাওয়ার কথা বলেছে। সেহেতু আমরা যারা প্রেম-ত্রেম করি। তাই আমরা ইসলামি শরিয়া দিক দিয়ে কাফির। কিংবা যাহাই বলুক ইসলাম। আমরা তাহাই।
এখন কথা হচ্ছে গিয়া। ইসলাম থেইকা তো আমরা একপ্রকার বিচ্ছুরিত হইয়া গিয়াছি। তাই ইসলামরে কেউ গালি দিলে আমাদের গায়ে মাখার কি দরকার। কেন মনে মনে ভাবতে হইবো। আমি এক পরহেজগার বান্দা হইয়া যাইবো পাঁচ ওয়াক্ত সালাত আদায় কইরা।
এমন মনমানসিকতা নিয়া যাহারা ভাইবা ভাইবা দিনে দুইবার পর্ণ দেইখা, মাস্টারবেট কইরা জীবনটারে ত্যানা ত্যানা কইরতাছে তাহাদের প্রতি ধিক ধিক! ।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩