বিচ্ছিন্ন কিছু শব্দকে পড়ে থাকতে দেখলাম রাস্তায়
ধুলো বালি মেশানো চটচটে, কিছুটা আঁশটেও
দারুন অবহেলিত যেন পথের টোকাই, যেন এতিম
যেন দু'মুঠো খাবারে জন্য নিজের সর্বস্ব খোয়াতে প্রস্তুত;
যেন টোকা মেরে যদি কেউ তুলে নেয় বুক পকেটে
স্বার্থক তার জীবন, পূর্ণতা পেল যেন জীবনের চাওয়া,
কি ব্যাকুল আকুলতা দেখেছি প্রতিটি অবহেলিত শব্দে।
অথচ জন জন চলে যায়, টুকরো পথে অথবা ক্ষণিক
শেষ সীমানায়, কাঁটাতারের ওপাশ থেকে ফেরা যায় না।
কেউ উল্টানো ঠোঁট থেকে ছুঁড়ে মারে তিরস্কার, শ্লেষ্মা
জুতোর ঠোকায় সরিয়ে দেয় ভোগের পথ থেকে কেউবা
তবু বার বার জড়িয়ে যায় মোজার সাথে, পাজামার সাথে
লুঙ্গি অথবা ধূতির ছেঁচড়ানোতে, ওরা উঠে আসতে চায়
ছুঁতে চায় বুক পকেট, বুকের যমীন, বিস্তারিতে শেকড়।
কিছুদূর এগিয়ে দেখি একদল মালি, দুরস্ত পরিপাটি
হাতে কাস্তে, ঝাড়ু, ছড়ি, ঝুড়ি আর দেশলাই; চুরুটও
বিনয়কে এগিয়ে দিয়ে জানতে চাইলাম: ব্যাপার কি?
প্রণয়ের সুরে বলল: শব্দ গুলোকে দেখেছ কোথাও?
বিভক্ত মনন সকল দ্বিধা সরিয়ে চাপা দিল 'উত্তর'।
ফিরতি পথে পথে খুঁজে ফিরলাম শব্দ গুলো, কি এমন শব্দ!
হাতে নিয়ে দেখি আর দেখি, আবার দেখি, কেবলি দেখি
সহসা মুচড়ে উঠলো বুকের যমীন আমার, শুরু হলো ভূকম্পন
যেন জন্ম থেকেই এরাই ছিল আপন; এত দিন কোথায় ছিলে?
ইতিউতি দেখে তুলে নিলাম বুক পকেটে, যতনে, সম্মানে
ছুটে চলি নিরাপদে, স্বজনের পানে, হাতে চেপে বুকের পকেট
ফিরে দেখি বুকপকেটে নেই আর শব্দগুলো, উধাও, আমি শংকিত
তারপর ধীরে ধীরে শব্দগুলো অনুভব করতে থাকি বুকের ভেতর।
শব্দগুলোর নাম- বিশ্বাস, সৎকাজ, কেয়ামত, আখেরাত, জান্নাত...!
২৩ এপ্রিল ২০১১
মদীনা মুনাওয়ারা, সউদি আরব।
ডাউনলোড করুন: ডাউনলোড লিংক: Click This Link
কবিতাটির জন্য আরো ভিজিট করেত পারেন:
www.fazleelahi.com এবং www.bishorgo.com
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৩৫