হে বাংলা ! আমাদের মাতৃভুমি,
কোন আশীর্বাদের অপরুপ তুমি।
নানান ঋতু নানা রকম খেলা,
সকাল, দুপুর সন্ধ্যায় কেটে যায় বেলা।
এমন দেশটি কোথায় পাবো এই জগতে,
আছে সমীর বসন্তে ও শরতে।
পর দেশের কত দেখি ধন,
তবু তোমার দিকে টানে মোদের মন।
এই দেশের মাটি কতই খাঁটি,
মরণের পর আমি হবো দেশের মাটি।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১০