প্রিয় এবং প্রিয়তর
অবশেষে নেই আর অতটা প্রিয় !
আশ্চর্য্য পতনের শৈল্পিক নৈপুণ্যে
নক্ষত্রেরা হরণ করে নেয় ;
মনো অলিন্দে অপার মুগ্ধতা, রৌদ্রজ্জল মধ্যাহ্ন,
আকাশের ওপারে আকাশ কিংবা বিশ্বাসের বাতিঘর,
প্রত্যাশার শেষ চিহ্ন অথবা তার সবখানি ।।
শূণ্যতারও কিছু নিজস্ব দক্ষতা থাকে বলেই
হয়তো,
জীবন তবু পরিত্যজ্য হয়ে ওঠে না অতটা গাঢ়তর বেদনায় !!
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯