প্রিয়তম যোবায়দা আমার,
তুমি ছাড়া কে আর জেনেছে এমন-
হেমেন্তর এই পত্রঝড়া কাঠিন্যেও,
মূর্ত তল্লাটে ঠিক ঠিক ফোটে হৈমন্তিক ফুল !
আর কে বুঝেছে এমন
মেনে নেয়া অলিখিত অভাবে,
অধিকতর অবাধ্য হয়ে ওঠা শতরাত্রির কুঞ্জনে;
এমনতর কঠোর শাসন !
যুগেরও অধিক কাল
কে আর অতটা কলঙ্ক বয়ে বেড়ায়; শুদ্ধচারী মন্ত্রণায়!
এতদূরে এসেও,
বিক্ষত পদচিহ্নে অবিকৃত প্রিয় প্রসঙ্গ
আর সবুজ স্মৃতির অপভ্রংশ;
নিদারুণ অমলিন ।
শূন্যতার কথোপকথনে সেই আটপৌঢ়ে
তুমি,
কখন যেন হয়ে গেলে !
উন্মায় নিবদ্ধ একাকী-পরাভূত-আহত-কয়েদী;
শত অর্জনও একটি ব্যর্থতায় ঢেকে যাওয়া
উদাহরনের নাম যোবায়দা ।
জেনে রাখো-
এখনো তুমি আমার অতটাই প্রিয় ।।।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৭