ভুলে যেতে যেতে-
টুকরো জমিনে পড়ে থাকে পাখিদের পালক সব, বিচ্যুত কাঞ্চনফুল
ত্রুটিময় সত্যরেখা ।
আচানক অলক্ষ্যে নিপাতন, অনাঘ্রাতা
জানে,
একদিন ঠিকঠিক সব ভুলে যাবে; সব ভুলে যেতে হয় বলে !
আরো জানে !
আকাশের নীল ঠিকানায় ছেড়ে দিলে সব
হয়তো,
নির্জন প্রান্তরে যেমন নিজস্ব ধ্বনি -
প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে; তেমনি
ফিরে আসবে ।।
ঘুরেফিরে অবশেষে-
পাবে না তারে আর কোথাও
পাবে না তারে আর ধবল মেঘে,
কার্তিকের অপরাহ্নে, মৌন সন্ধ্যায়, মলিন রাত্রিতে !
অপরিহার্য কার্যকারণে, আলোর নেশায় বুঁদ পতঙ্গের পোড়া দেহ
পড়ে থাকে;
অন্ধকারের আদিম গুহায়, উপরের আলোক শিখা
পায় কি তারে আর ?
না পাওয়ার সকল বেদনা অবশিষ্ট অলংকরণে,
প্রার্থনা হয়ে ওঠে
পরিযায়ী ভ্রমরের গুঞ্জনে,
শুক্লাপক্ষের খন্ডীয় চাঁদ ক্লেদমুক্তির আয়োজনে;
আখিঁপাঠ অথবা অশ্রুদীপ ।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১২