অপেক্ষার রাত শেষে-
দিনের প্রথম আলোয়,
স্নিগ্ধানন্দে স্বপ্নাবিষ্ট মন সুতোর টানে;
খুঁজে ফেরে-আপন আলো ।
নব-উদ্দীপনায় উদ্ভিন্ন অঙ্কুরের
পার্থিব সুখের স্বর্গীয় দিপ্তী, যদিও
প্রাথমিক আঘাতেই
বিভৎস পরোয়ানার শিকার; বেচেঁ থাকেনা কেউ ।
তারপরও
অজস্র অন্ধকার বিন্দুমূলের ইশারায়
প্রতিনিয়ত প্রতিপালিত হয়
স্বত:স্ফূর্ত উত্তসূরী !
আকাঙ্খা, প্রার্থনা ও আক্ষেপের লেখচিত্র
জলের জৌলুসের মত ছুঁয়ে যায়;
সমস্ত ঊষর ও উর্বর ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৭