এমন আলোর ঝিকিল দেখে তোমাকে কে কোথায়
খুজে পাবে আর; ছিল বসে তালগাছের তলায়
পুকুর পাড়ে ক্ষুধায়, কেউ নেয়নি খবর তার
থুত্থুরে বৃদ্ধার, ছেলে মেয়ে নিয়ে আপনা সংসার
ঘর, আছে মহা ঝামেলায় এই বাংলার গ্রামে-
আমাকে পাঠালে চিঠি ভরে মহাপ্রকৃতির খামে;
আউশধানের চাল, পুটিমাছ জলপাই টকে
রেধে নিয়ে ঝোলের সাথে মসুরের ডালে- এ মাকে
আহা, অনেক যত্নে যেই খাওয়ালাম নিজ হাতে,
তৃপ্তির যে আলো চোখে মুখে উঠলো ফোটে চকিতে-
সেই আলোতে আমি তোমায় দেখলাম হে আল্লাহ
অজান্তে এসে ছিলে দৃষ্টিতে তুমি, সুবহানাল্লাহ!
যাই মসজিদে এবাদত করতে তোমার বটে
এমনি করে তো কখনও কেথাও উঠোনি ফোটে!