চল চল চল,
মোদের হৃদয় ভরা লুলীয় বল,
মোরা নারী দেখিলে করি যে ছল,
সবাই মোরা লুলের দল,
চল রে চল রে চল,
চল চল চল...
মোরা সইতে পারি ছ্যাকার আঘাত,
হাতে আছে কতো নারীর হাত,
শত পঁচানীতেও মোরা হইনা কাত,
মোদের হৃদয় ভরা লুলীয় বল...
নারী দেখিলেই গাই প্রেমের গান,
করি তাদের লাল গোলাপ দান,
গলাতে গিয়ে নারীর কঠোর মন,
বাহুতে আজ রাখির ঢল...
চল রে প্রেমিক জোয়ান,
শোন রে লুলীয় গান,
সৃষ্টি কর লুল ঘরে ঘরে তুই,
সবাইকে দে লুলীয় আহবান...
ভাগিয়ে দে সব সুশীলদের আজ,
চল রে চল রে চল,
চল চল চল...
[প্রথমেই আমি ক্ষমা প্রার্থী আমাদের প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর কাছে। এইটা অনেকটা মজার বশে লিখেছিলাম তাই সবাই এইটাকে সিরিয়াসলি না নিয়ে মজার পোষ্ট হিসেবেই নিবেন।

আর সব লুলরা যদি রাজি থাকেন তাহলে এইটাকে আপনারা আপনাদের জাতীয় রণ সংগীত হিসেবে ব্যবহার করতে পারেন। নো প্রবলেম।

