১.
আজ ভালবাসা কথা বলে,
বেদনারা অবিরাম গেয়ে যায়...
হৃদয়ের মনিকোঠায় ঊকি মারে আবেগেরা..
সুখপাখি খেলা করে,লুকুচুরি ছলনায়....
তুমি হীনা চেনা জগত্,
অচেনার ছবি আঁকা...
জীবনের সব সোজা পথ গুলো,
অলি গলি, আকা বাকা...
তুমি আছো দূরে কোথাও,
সুখেদের বাড়িতে...
আমি আজি বসত গড়ি,
হৃদয় ভাঙ্গা হাড়িতে...
কাছে আসো, পাশে বসো,
ভালোবাসা আছে মাঝে...
সুখপাখি উড়িয়ে দিবো মোরা,
সকাল-দুপুর, সন্ধ্যা সাঝে...
২.
তোমার স্বচ্ছ অশ্রুবিন্দুতে আজ আমার বসত..
তোমার ঝরে পরা প্রতিটি অশ্রুবিন্দুতে,
আমার স্বপ্নগুলি সিক্ত হয়...
ভেঙ্গে চুরমার আজ সোনালী ভবিষ্যতেরা...
তোমার কাজল কালো অক্ষিরেখায়,
বিষাদের অশ্রুরা যখন বাঁধহারা হয়,
সেই কাজলেরা তখন,
তোমার কোমল গালের আঙ্গিনা ডিঙ্গিয়ে,
আশ্রয় খোঁজে আমার ভাঙ্গা তরীতে..
তারা আপন ভঙ্গিমায়,
কালিমা অঙ্কন করে যায় অগোচরে,
ঘোর অমানিশা ভর করে এই জীবন প্রান্তরে...