মেঘের ঘনীভূত দ্রুত ধেয়ে আসছে
অতিথি আমার সম্মান পাবে তো!
ঘরের টিন হয়েছে যে ফুটো।
সহধর্মিণীর মুচকি হাসির আড়ালে
জমানো সঞ্চয়গুলো আজ দিশেহারা
এখনো হয়নি যে আজ বাজার করা।
অতিথির আগমনে ঘরগুলো আজ টইটম্বুর
সহধর্মিণীর আয়োজনও আইটেমে ভরপুর।
কালো মেঘের গতিতে ছুটছি আজ শেষ বেলায়,
প্রয়োজনের চাহিদা পূরণের অবিরত চেষ্টায়।
প্রিয়তমার ভালবাসা মিশ্রিত হাসির
মুখখানা দেখতে হোক না একটু কষ্ট,
তাই বলে কি টিউবওয়েলকে
আজকেই হতে হবে নষ্ট।
অতিথি অ্যাপায়নের শেষবেলায় দুচোখের
কোনে অশ্রু সিক্ত হয়ে পরেছি মনের অজান্তে।
পেরেছি কি তাদের অতিথি অ্যাপ্যায়নে মুগ্ধ করতে ?
জীবন যুদ্ধে ঘুরে দাড়াবার
শক্তি ও ধৈর্য্য যদি না থাকে,
তবে মা-মেয়ের হাসিমাখা মুখখানাও
পারবে না কখনো দেখতে।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৫