কি যে এক ঝিরি হাওয়া বইছে!
মুক্ত বাতাসে সুভাশিত কাননে,
এসেছি নীলপদ্মের খোঁজে।
অবশেষে মুগ্ধতার স্পর্শে তাকিয়ে থাকা,
প্রজাপতির ডানা মেলে,
প্রিয়ার উন্মোচিত মুখচন্দ্রিকা।
ময়ুরের মেলে ধরা পেখমের মত করে,
প্রস্ফুটিত হলো তার চোখের পাতা।
তাহার অক্ষির চাহনিতে,
চোখের পলক আমার স্তবিত,
তাহার তিক্ততার কথা শুনে,
হয়েছি আমি বাকরুদ্ধ।
ঠোঁটে লাবণ্যের কারুকার্য দেখে,
জিভে জড়তার ঢেউ উঠে,
বলা হল না আর সেই কথা,
জোনাকির মত আলো জালিয়ে,
কাটাব দুজনে রাত্রি বেলা।
সারা অবয়বে বিলাসি রুপে ছেয়ে গেছে,
যেন কালো মেঘ ভেদ করে,
সূর্যের আলো এসেছে নেমে।
যখন বাড়িয়ে দিলাম নীলপদ্ম,
তুমি বলে দিলে তা নাকি বিষাক্ত।
স্বপ্নময় জীবনের সাজানো বাগানে,
নাড়া দিয়ে উঠলো তোমার প্রস্থানে,
ডায়রীর পাতাগুলো ইতিহাস হয়ে থাকে,
আমাদের দুজনার অসমাপ্ত প্রেমকাব্যে।
এরপর থেকে কত দিন যায়, কত রাত যায়,
কত বার যে তোমার রুপ বদলায়,
তবুও মন শুধু তোমাকেই খুঁজে ফিরে চায়।
অবুঝ হৃদয় বোঝে না কেন ?
নেই তো আজ আর কোন কুল,
নীলপদ্ম যেন রুপকথার ফুল।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৭