তুমি কোন গ্রহের নারী!
ঘুমন্ত চোখে ভেসে উঠে তোমার মুখশ্রী,
হরিণীর মত মায়াবী আঁখি,
ঠোঁটে পূর্ণিমা জ্যোঁতির হাসি,
তুমি কোন গ্রহের নারী!
তোমার দীঘল কেশের সুঘ্রাণে,
দিশেহারা হয়ে ভুলে যাই কবিতা লিখতে,
হৃদয়ে ঝড় উঠে তোমার কন্ঠের ধ্বনিতে।
আয়নার সামনে দাঁড়িয়ে দেখি,
তোমারই প্রতিচ্ছবি,
যে কূলেই যাই, যেন তুমি ছায়াসঙ্গি।
তুমি কোন গ্রহের নারী!
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৩