> এই ঈদের আগে - আজ থেকে পোলারা লাইন দিছে সেলুনে কিংবা পার্লারে- তাদের চুল/ দাঁড়ি কাটাইতে !
কেউ কেউ চুল শজারুর কাঁটার মত খাঁড়া কইরা স্পাইক করবে, কেউ টাক্লু- পাক্লু , গ্রাম্য রাস্তার মত ছাট আবার সাইজ করবে,
কেউ চুলে মাইয়াগো মত কালার করবে, যাদের চুল সাদা তারা তো করবেই--
দাঁড়িতে দেবে কত রঙ্গের কাট- মোচ ও করবে সাইজ-- এ তো গেলো চুল/ দাঁড়ির কথা--- এরপর
> ফেসিয়াল, মাসাজ, হেন তেন যা আছে করবে-- ! কেউ কেউ বাসায় বইসাই নিজের বোন/ ভাবীর ফেস ওয়াশ,
ফেসিয়াল ক্রিম , হলুদ বা বেসন মুখে লাগাই বসে থাকবে... কিংবা নিজেরটা দিয়েই ঘষা - মাজা করবে-- !
আর দোষ খালি হয় মাইয়াগো-- মাইয়ারা পার্লারে যায়, এইটা মাখে সেইটা মাখে--- হেন তেন--
>> এরপর ঈদের দিন পুরাদমে মাঞ্জা মাইরা ( মানে সাজুগুজু কইরা) বাইর হইবো--
কিন্তু দোষ পড়বো মাইয়াগো ঘাড়ে-- মাইয়ারা চুনকাম/ প্লাস্টার করে--- খুক খুক!
>>> দেখি তো-- কে কে আজ পার্লারে আর সেলুনে সিরিয়াল দিয়া খাঁড়াই আছেন...?
সাহস আছে কওয়ার ভাইমণি আর ছোটুদের ?
>>>> এটা ব্যাপার না-- একটু ঘষা - মাজা করা নিজেকে ক্লিন করা ক্লিন রাখা--
সো নিজেকে সাজিয়ে নিন-- রাঙিয়ে নিন-- ঈদের আগে-- !
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭