পাগ্লু,
অই যে ঘোরলাগা কন্ঠে ভালোবাসি ভালোবাসি বিল্লিটা বলে রোজ ভালোবাসার মরণ দিতিস কিংবা ছটফট করে এলোমেলো ভঙ্গিতে উড়ে যাওয়া আমার ওড়নার কোণায় আঙ্গুল পেঁচিয়ে কাছে টেনে গালে গাল ঘষে বলতিস- তুই কি আমার সব হবি... মনে আছে সেসব কথা...? কখনো মনে পড়ে...? মনে পড়ে কোন এক দুপুরের নির্জনতায় - তোকে বুঝতে হবে এমন ভাবনা ভাবাতে কত কসরত করেছিলি... মনে পড়ে এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় কিভাবে আমার দু’চোখে ডুব দিয়েছিলি... কিভাবে তোর বুকের উত্তাপে আমার চুল শুকিয়েছিলো...? মনে পড়ে একদম প্রথমে যখন তুই ভালবাসতে শিখিয়েছিলি, সে সময় আমাকে হারানোর ভয় তোকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিলো... অথচ দেখ... আমি না একটা যাচ্ছে তাই... সব ভয় কাটিয়ে সেই তুই -ই না দুম করে হাত ছেড়ে দিয়ে চলে গেলি... আচ্ছা বল তো? কিভাবে তোর সেই ভয় কেটে গিয়েছিলো...? কিভাবে তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলি...? অক্টোপাসের মত জাপ্টে ধরে কিভাবে আলগা করেছিলি সেই বাঁধন ...?
আমার বায়না পূরণে তোর যত্ত অজুহাত... সময়ে অসময়ে শোনানো তোর সেই সব পঁচা গান... জ্যোৎস্না আলোয় ভেজা... আমাকে করা এত্ত এত্ত ওয়াদা... ডিব্বা ভর্তি বিশ্বাস ... আস্থা... সবকিছু ওলোট-পালোট করে দিব্বি তুই ভুলে গেলি... !!
অথচ জানিস, আজ ও আমার ইচ্ছে হয় তোর বুকে লেপ্টে থেকে ভালোবাসার মরণে ডুব দিতে... ইচ্ছে হয় রে খুব কাছে থেকে তোর বুকের ধুকধুকানি শুনতে... অফিস ফেরত এই তুই’টার ঘামে জড়ানো কপাল’টা আলতো করে ছুঁয়ে দিতে ইচ্ছে করে... মুচকি মুচকি হেসে হু হা বলে ভালোবাসি বলতে ইচ্ছে করে... খামচামী করতে ইচ্ছে করে... দুম দাম মারতে ইচ্ছে করে... চুল টেনে ধরে অধিকার খাটিয়ে বলতে ইচ্ছে করে...
“ বল আর যাবি আমায় ছেড়ে”? বাউন্ডুলে এই তুই’টাকে এবার পোষ মানিয়েই ছাড়বো... তোর সব ভুলগুলোকে ক্ষমা করে দেবো... ছটফটে এই আমি রোবট থেকে তোকেও ছটফটে বানিয়ে দেবো...
জানিস এখন আর কাজল দিতে হয় না... তোকে ভেবে রাত জাগতে জাগতে চোখের নীচের কালি কাজল হয়ে গেছে... ছোট্ট ছোট্ট কিছু স্বপ্নকে আজ ও বাঁচিয়ে রেখে বোকা বোকা হেসে এই আমিটা আজ ও তোর অপেক্ষাতে... আমার সেই বোকা বোকা হাসির অপেক্ষার মাঝে হুট করে এসে কি আর একবার বলবি- ভালোবাসি রে বিল্লিটা ভালোবাসি... মিউউউউ...
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫