অনেক সাহস নিয়েই লিখে ফেললাম, জানিনা ফলাফল কতটুকু মধুর হবে।
বর্তমান প্রজন্মের একজন স্বনামধন্য লেখিকা তার কোন এক ছোট ভাইয়ের ফেসবুক স্ট্যাটাসে কমেন্ট করেছেন, 'আমার কাছে মনে হয় কুরআন একটি সুন্দর রুপকথা, মহাভারতও'।
কমেন্টটি যার স্ট্যাটাসে করেছেন তিনিও উদীয়মান এবং সম্ভাবনাময়ী একজন লেখক।
একজন লেখক/ লেখিকার কখনই এমন কোন কিছু প্রোমট করা উচিৎ নয় যা বৃহৎ কোন গোষ্ঠীকে আক্রমণ করে। হোক সেটা কোন ধর্ম বা অবিশ্বাসী সম্প্রদায়, কাউকেই আঘাত করে কোন কিছু প্রকাশ করার বাক স্বাধীনতা হয়ত সংবিধান আপনাকে দেয়নি।
সবচেয়ে দৃষ্টিকটু বিষয় লেখকটি এতটাই তরুন যে সত্যমিথ্যার পার্থাক্য অনুধাবনের বয়সটা চলছে এখনো। যদিও তিনি অবশ্যই আমার থেকে অনেক জ্ঞানী বলে আমার ধারণা। সিনিয়র লেখিকা হয়ে এমন একজন উদীয়মান লেখকের সাথে এমন সাবলীল ভাষায় আরো বেশ কিছু কথা পাবলিকলি শেয়ার করার মাধ্যমে তিনি চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন নিঃসন্দেহে।
ধর্ম ও বিজ্ঞান। দুটো একেবারেই ভিন্ন জিনিস। আমরা সবাই এটাকে যেন একটু অনুধাবন করি। ধর্ম কখনো বিজ্ঞানের সাথে দ্বন্দ্ব তৈরি করেনা এমনকি বিজ্ঞানও কখনো ধর্মের সাথে দ্বন্দ্ব তৈরি করতে পারেনা যদিনা আমরা তৈরি করি। আমি আবারো বলছি দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। সুতরাং যেসব ব্যাক্তিরা ধর্মের নামে বিজ্ঞানকে ধুচ্ছেন এবং বিজ্ঞানকে ব্যবহার করে ধর্মকে যাচ্ছেতাই বলছেন তখন বুঝতে হবে আপনারা উভয়ই মুর্খ।
একজন আদর্শ লেখকের কলমের খোঁচাতে কখনো কোন সাধারণ মানুষের মনে দাগ কাটেনা, ঘৃণার সৃষ্টি হয়না। একজন আদর্শ লেখকের মনে এটা থাকা উচিৎ তার কলমের খোঁচায় গড়তে পারে হাজারো স্বপ্ন আবার ভাঙতেও পারে। এমন কিছু করবেন না যাতে কোটি মানুষের বিশ্বাসটা আহত হয়। একজন ভাল মনের মানুষ হলে আপনার অবশ্যই বিষয়টি অনুধাবন করার কথা।
যারা ভায়োলেন্স প্রমোট করেন বা যারা ইতিমধ্যে বিতর্কিতদের পথ দেখানো পথ অনুসরন করে বিতর্কিত হতে চাচ্ছেন তাদের দয়াকরে থামতে বলছি। আমি জানি ইতিমধ্যে আমি কথাগুলো বলার জন্যে অনেক সমালোচিত হয়েছি। ভয় ডর রেখেই বলছি, জাতিকে গড়ার বিশাল দায়িত্ব আপনার ঘাড়ে, ঘাড় থেকে ভুতটা নামান প্লিজ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০