"যতদূর হাত যায়,
শুধুই স্তনের কোমলতা।
...পরম করুনাময় হে ঈশ্বর,
তোমার কবিরে
হাত ধ'রে নিয়ে চলো
অস্তহীন স্তনের ওপারে।
আমি বাঁচি।"
"... তোমার যুগল স্তনের রূপ আমি
কীভাবে বর্ণনা করতে পারি,
যখন দেখি তোমার একটি স্তনই
আকাশের চেয়ে বড়।" (!)
"যেমন প্রত্যহ মানুষ ঘরের দরোজা খুলেই
দেখে নেয় সবকিছু ঠিক আছে কি-না, তেমনি প্রত্যহ
শাড়ির দরোজা খুলে স্ত্রীকে উলঙ্গ করে
দেখে নিতে হয়, ভালো করে দেখে নিতে হয়;
জঙ্ঘায়, নিতম্বে কিংবা সংরক্ষিত যোনির ভিতরে
অপরের কামনার কোন চিন্হ আছে কি-না।"
=======================================
এসব কোন নিষিদ্ধ অশ্লীল সাহিত্য নয়, বহুজনের প্রিয়, স্বাধীনতা পদক প্রাপ্ত কবি নির্মলেন্দু গুণের প্রেমের কবিতা থেকে উদ্ধৃত। 'প্রেমের কবিতা' নামের বইটি কাকলী প্রকাশনী থেকে ২০০৮ সালে প্রকাশিত হয়।এ ই বইটির বেশিরভাগ কবিতার বিষয়বস্তু কাম, রতি, বীর্য, স্তন, নাভি । এমন চটি লেখক কিভাবে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত হয়?
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৮