ধর্মের নাম নিয়ে যখন মানুষ দোষ করে তখন দোষ হয় ধর্মের! বাহ, কত সুন্দর আমাদের বিবেক এর জাজমেন্ট! ভুল করবে মানুষ আর দোষ পুরোটাই ধর্মের!
অবশ্য এরকম ঘটনা তো আরও আছে -
একটা ছেলে বা মেয়ে যখন দোষ করে (স্কুল বা কলেজ পড়ুয়া) তখন অন্যান্য টিচার বা গার্জিয়ানদের মধ্য থেকে একটা প্রশ্ন প্রায়ই শোনা যায় - 'এই শিখিয়েছে তোমার বাবা-মা?' কিংবা 'মা কোনো আদব কায়দা শেখায়নি?'
এখানে ছেলে-মেয়ে ওই দোষ কোথা থেকে শিখেছে তা জানার আশায় যদি প্রশ্নটা করা হতো তাহলে এক কথা ছিল। কিন্তু এই প্রশ্ন দিয়ে প্রশ্নকারী তার অতি-বিশ্বস্ত উত্তর এর দিকেই ইঙ্গিত দিয়ে যায়। অর্থাৎ, আমরা চারপাশ দেখে কোনো দোষ করা শিখিনি, কিংবা আমাদের চোখের সামনে যেই অন্যায়-অনিয়ম চলছে সেগুলো দেখেও শিখিনি। সব খারাপ কাজ-কারবার আমাদের মা-বাবারা-ই শিখিয়েছেন।
কেন?
আমি নিজে থেকে কোনো দোষ করতে পারিনা?
ধর্মের ও সেই একই দশা। ভাগ্য ভালো যে, ধর্ম কোনো জীব না। নিজে এতটা মহান হয়েও তাঁর নাম নিয়ে যারা দোষ করে যাচ্ছে তাদের দোষ নিজের মাথায় নিতে নিতে হয়ত ধর্ম জিনিসটার ই মৃত্যু হয়ে যেত এতদিনে।
তাই তো দেখি, নাস্তিকতা ও দিনে দিনে একটা ফ্যশনে পরিণত হচ্ছে।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪