সবাইকে পড়তে অনুরোধ করছি। পড়তে দুই মিনিট ও লাগবে না। কোন ভিউস বা ফলোয়ার বাড়ানোর লক্ষ্যেও পড়তে বলছিনা। শুধু জানতে চাই কারা কারা আমার া না সথে একমত।
সেইরকম একটা সময় ছিল। যখন বাংলাদেশিরা ব্রিটিশদের বিতাড়িত করেছিল। তারপরে আরেক টা সময় এলো; পাকিস্তানি দের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নেয়ার। অর্থাৎ, সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো র শক্তি ও সাহস বাঙালী দের 'ছিল'!
আর এখন...তথা বর্তমান বাঙালি দের কী আছে...?
এখন আছে শুধু সেই হারিয়ে অতীত কে নিয়ে অহংকার আর গর্বপ্রকাশ করার সাহস।
শুধু আমরা বলতে পারি যে আমাদের জাতি পেরেছিল এই মহান সাহসিকতার কাজ; কিংবা আমার দাদা ছিলেন; আমার বাবা ছিলেন! আরো কতকথা।
বংশগত ভাবে সবকিছু আসে না। তাই হয়ত শক্তি আর সাহস ও নেই বর্তমান প্রজন্মের।
এখন শক্তি আর সাহসের খুব ই দরকার।
শুধু অহংকারে কি আর চলে!
একটা সময় ছিল প্রতিবাদের আর এখন সময় এসেছে সেই প্রতিবাদি দের নিয়ে অহংকার এর।
এখন কি প্রতিবাদের কিছুই নেই?
হায় রে......