আমার খুব পছন্দের একটি গান। এইরকম বাণীনির্ভর গান খুব কম ই শোনা যায়। গানটি লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন - ফারজানা ওয়াহিদ শায়ান।
তাজ্জব বনে যাই গানটি শুনতে এই লিঙ্ক এ যান।
লিরিক্স -
আমার ঘরের ঘুলঘুলিতে চড়ুই পাখির বাসা
ধুলোবালি আর খড়কুটো দিয়ে গোছানো সে সংসার
আমি তাজ্জব বনে যাই, দেখি মানুষের ঘর নাই
দেখো মানুষের ঘরে বাসা বেঁধে নিল ছোট্ট এক চড়াই
আমি তাজ্জব বনে যাই, দেখি মানুষ পেলোনা ঠাই
দেখো জিতে নিল ঠিকই ছোট্ট চড়াই অধিকারের লড়াই।।
আমার প্রাসাদে দেয়ালে দেয়ালে মাকড়সা জাল বোনে
টিকটিক করে টিকটিকি যেন কী বলে আপনমনে
লাল পিঁপড়ের বিশালবাহিনী কুচকাওয়াজে হাঁটে
উঁইপোকাদের আঁধারবসতি সেগুন কাঠের খাটে
আমি তাজ্জব বনে যাই, দেখি সবাই পেলো ঘর
হল মানুষের সবই আপন শুধু মানুষই হল পর।।
ইঁদুরমশায় ঘুমান রান্নাঘর আসবাব তলে
কাপড়ের ভাঁজে আরশোলাদের বংশই বেড়ে চলে
নাম না জানা বেড়ালছানা ঘুমায় বারান্দাতে
সন্ধ্যে হলেই গিরিবাজ ফেরে আমার বাড়ির ছাদে
আমি তাজ্জব বনে যাই, দেখি সবাই ফেরে ঘরে
দেখো উদাম শরীরে মানুষ ঘুমায়, ঘুমায় পথের মোড়ে।।
ওরে ছোট্ট চড়াই শোন, আজ তোকেই তো দরকার
তুই শিখাবি মানুষ কে
তার বুঝে নিতে অধিকার...।
আশা করি সবার ভাল লাগবে। গানটি শোনার পরামর্শ রইল।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৭