নাহ!
তোমার আগমন ঘটবে ভেবে, অপেক্ষার প্রহর গোনার ছেলেমানুষি
আমার প্রতিরাতে মাথা চাড়া দিয়ে ওঠেনা!
বৈশাখী ঝড়ের স্নিগ্ধ বাতাস এর শীতল পরশ;
আমাকে মিছে আশা দেয়ঃ তুমি আসছ!
এভাবেই শুরু অপেক্ষার প্রহর গোনার পালা।
যখন ভাবি, অপেক্ষার প্রহর শেষ হচ্ছে
তখন বুঝি, ভুল ভাঙতে শুরু করেছে।
বুঝতে পারি, সেই হিমেল হাওয়ার শীতল পরশ তোমার আগমনী বার্তা নয়
এক ছদ্মবেশী প্রতিফলন মাত্র। কিংবা এক মরীচিকা।
প্রতিবারই তোমার আসার মিথ্যা বার্তা আমার মাঝে আশার উদ্দীপনা জাগায়।
বৈশাখী হাওয়ার কী এক নির্মম পরিহাস!
আবার,
এই প্রবাহমান হাওয়ার চঞ্চলতা দেখে তোমার ফিরে যাওয়ার পদচিহ্ন ভেবে দ্বিধান্বিত হই!
‘নাহ, তুমি আ্সোনি বা আসবে না’
এই ভেবে নিজেকে আত্মসন্তুষ্টি দেয়ার চেষ্টা চালাতে থাকি,
আর ওদিকে, বৈশাখী হাওয়া তোমার মিছে আগমনী বার্তা দিয়ে
আমাকে উদ্দীপনায় ঠেলে দিতে লিপ্ত! ষড়যন্ত্র!
তোমাকে দেখার আশায় আমি এখন পরিপূর্ণ উদ্দীপ্ত!
এই আশা পূর্ণ কর!
বৃষ্টি! তুমি আরেকটিবার ঝরো!