তপ্ত রৌদ্রস্নানে ডুবতে ডুবতে
শুকনো নদীর বুকের মতো পিচঢালা পথে;
একঘুঁয়েমিতে ছুটে চলছিই অবিরত!
আদিগন্ত হিমালয়ের চূঢ়ার মতো
অট্টালিকার বুকে তপ্ত নি:শ্বাসের আসা যাওয়া।
তাতে কী!
হপ্তা খানেকের অভুক্ত কুকুরের পাশে শুয়ে থাকা ছিন্নমূল,
কিংবা লেকভিউর পাশে শরীরবিদ্যায় ব্যস্ত ধনকুবের।
সবই এখন এই চোখে মূল্যহীন, পরিত্যাজ্য!
স্যালারীটাতো হাতে এসেছে চারমাস পর,
পুঁজিবাদের চাকায় পিষে ঘুরতে ঘুরতে অবশেষে।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২০