হ্যামলিনের বাঁশিওয়ালা, স্বপ্নের ফেরিওয়ালা, মুশকিল আসান...এ সব পরিচিতি বড্ড ক্লিশে। এই দেশে এতো এতো মেধার বাগান থাকতে ঐ সুন্দরবন নিয়ে মাতামাতি বড্ড বেমানান, মশাই! মনোভাব নেতি থেকে ইতিতে আনুন, ভালো থাকবেন। রামপাল চুক্তিতে এদেশের কয়েকজন মানুষের কৃতদাসের হাসিতেও আপনার মন ভরলো না! বাংলাদেশের তো মানচিত্র বড় হচ্ছে, বছর প্রতি ১৬ বর্গ কিলোমিটার!
তো এতো চিল্লাইতেছেন ক্যান? একটা সুন্দরবন না হয় গোল্লায় গেলো, নতুন ভূ-খন্ডে আরেকটা সুন্দরবন বানিয়ে নেবেন। আকর্ষণ-বিকর্ষণ, প্রীতি-বিদ্বেষ শাসক দলের প্রতি আপনার অনুভূতি যাই থাকুক না কেন, তাঁদের উপস্থিতিকে অগ্রাহ্য করে কোন স্বপ্নে বিভোর আপনি?
একটা কথা বলি- এদেশে শাসকদলই সব। এই তিক্ততা মেনে নিন। এই রঙের বঙ্গে এর চেয়ে বেশী কিছু আশা করাটা নিরাশা বৈ কিছু নয়। রং বদলান ভাই, রং বদলান। শাসক দলের রংয়ে রঙিন হোন। কেন্দ্রাতিগ বলের প্রতি ভরসা করুন, ঢের এর চেয়ে বেশী কিছু আপনাকে বোঝাতে পারবো নাহ মশাই!!
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪১