দেশ গড়বে, স্বপ্ন চাই? ঊর্ধ্ব পানে স্বপ্ন খোঁজ!
সেথায় যে কিছুই নেই! আগে বরং দিশা বোঝ;
মায়াবী এক আলো জ্বলা, মন ভোলানো অন্তরীক্ষ
আমি তো বলি পানশালা, নয়তো বিশাল ঘুম কক্ষ!
হাজার ঋষি ঘুমায় সেথায়-
সবাই নেশায় বেহুঁশ বেজায়;
ডাক শোনেনা কুম্ভকর্ণ
আলোকচ্ছটার মেকি বর্ণ!
ঘুম কেড়ে নেয়, শুধুই ওরা স্বপ্ন চোরা,
বেঘোর ঘুমায়- পুলস্ত্য, পুলহ, অঙ্গিরা!
বরং তুমি পিছন ঘোর
কিবা খানিক সামনে ফের,
নয় তো শুধু রায়ের বাজার, রাজশাহী-মীরপুরে…
সাগর, নদী, টিলা-পাহাড়, দৃষ্টি হারায় যতদূরে;
দেখ চেয়ে, গোটা বাংলা গগণ তোমার
নয় ঘুমিয়ে, জেগে আছে ঋষি হাজার।
অষ্টপ্রহর আছে সাথে,
স্বপ্ন নদীর ছায়াপথে
হৃদয় মাঝে লও হে গেঁথে,
পথ দেখাবে তিমির রাতে।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪২