একটা গাঢ় সবুজ বনস্পতি (আমার প্রথম কবিতার বই)
লেখালেখিটা ভেতরেই ছিলো, সহজাত যেনো। লিখে ফেলতাম যা ইচ্ছে হতো প্রলাপের মতো।
লিখতে গিয়ে কখনো নিজেকে অনুভব করেছি আকাশ সমান উচ্চতায়, আবার কখনো মুখ থুবড়ে থেঁতলে মিশে গেছি মাটিতেই। তবু বারবার উঠে দাঁড়িয়েছি আহত শরীর নিয়ে, আহত মন নিয়ে। আহত ক্ষণে শ্যূন্যে হাত বাড়িয়ে কাউকে পাইনি।
এরপর অনেকগুলো রাতজাগা অমাবস্যার... বাকিটুকু পড়ুন