প্রাণ পেয়ালার বেশীর ভাগই
মহাকালের গর্ভে দিনেদিনে হয় বিলীন
জীবন গ্লাস ভরা জল তো নয়;
যে শেষ ফোটা টুকুও পিয়ে নিবে !
হোকনা যতই যক্ষের ধন
যতই করুক মন কৃচ্ছ্র সাধন;
হিসাবের খাতার গরমিল
অমিলেই হয় শেষ একদিন !
রবির প্রখর উত্তাপ আর তেজোদ্দীপ্ত কিরণ ,
কতটুকু আর পারে রাখতে ধরে
এই মর্ত্য ধরা দিনশেষে ?
আকাশ ,বাতাস আর মেঘমালা-
সবই তো টিকে আছে এরই অংশ শুষে ।
তবে কি ক্ষতি হয়
যদি পাশের জন টিকে থাকে তোমার সঞ্চিত ধনে ?
তাই, দাও খুলে বদ্ধঘর-
উন্মুক্ত করো এই যক্ষের ধন
দেখো নাব্যতা পাবে চারিধারে ,
সুখের খেয়ায় ভেসে ভেসে
আলোর বন্দরে ভিড়বে নিযুত জীবন ।
আর দেখে দেখে তোমারও
কেটেই যাবে বেশ হিসাবের ক্ষণ ।
বাংলা কবিতা(কবি ও কবিতার ওয়েবসাইট) এ প্রকাশ ০৭-০৯-২০১৪
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৩